উপনির্বাচনের মিটলেই রাজ্য বিজেপি কমিটিতে বড় বদল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উপনির্বাচন শেষ হলেই ফের সংগঠনের কাজে জোর দিতে চায় রাজ্য বিজেপি। তাই চার কেন্দ্রের উপনির্বাচনের পরেই নতুন কমিটি গঠন হতে পারে বলে জানা গিয়েছে। নতুন কমিটিতে আসতে পারে একাধিক নয়া মুখ। একইসঙ্গে সংগঠনের দিকে তাকিয়ে একাধিক জেলার সভাপতি বদল করতে পারেন সুকান্ত মজুমদাররা।
২০১৬ সাল থেকে দলের সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এরপর ২০১৯ সালে রাজ্যে ছিল বিজেপির রমরমা। সেবার ১৮ টি লোকসভা জয়লাভ করে গেরুয়া শিবির। সেই সূত্র ধরেই ২১ এর নির্বাচনে বাংলা দখলে নেমেছিলেন দিল্লির নেতারা। কিন্তু বিজেপির জয়ের রথ বেশীদুর গড়ায়নি।
এরপরেই রাজ্য বিজেপির সভাপতি বদল হয়। দিলীপ ঘোষের পরিবর্তে সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার৷এখন থেকেই ড্যামেজ কন্ট্রোলে নেমে সংগঠন গোছাতে চাইছেন গেরুয়া শিবিরের নেতারা। পুজোর মরশুম কাটলেই নয়া রাজ্য কমিটি গঠন হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আগামী ২০ তারিখ বালুরঘাট থেকে কলকাতায় ফিরবেন তিনি। এরপর রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আরও এক দফায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে এবিষয়ে আলোচনা সারবেন তিনি। বিজেপির অন্দরের খবর, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের পাঁচ জন থাকেন। এবার সেই জায়গায় নতুন দুই থেকে তিন জন যুক্ত হতে পারেন। বদল হতে পারে সহ-সভাপতি পদেও।
প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী, উপনির্বাচনের আগে শুরু জল্পনা
এবিষয়েও নিজেদের মধ্যে আলোচনা সেরে নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে তালিকা পাঠাবেন রাজ্যের নেতারা। যেখানে মুখ্য ভূমিকা থাকবে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে কমিটি গঠন করলে দলীয় নেতৃত্বের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। তাই নির্বাচনের ওপরেই গুরুত্ব দিতে চাইছেন সকলে। পুরো নির্বাচনে দলীয় কর্মসূচিতে কার কতটা অংশগ্রহণ রয়েছে তার ওপরেই তৈরি হবে রাজ্য কমিটির তালিকা।
এছাড়াও হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলার সভাপতি পদে বদল আনতে পারে গেরুয়া শিবির। সেখানেও নতুন কারা দায়িত্ব পাবেন? তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।