জেলার পর কলকাতার হাসপাতালে পৌঁছে গেল করোনার টিকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জেলার পর এবার কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজে পৌঁছে যাচ্ছে করোনার প্রতিষেধক টিকা কোভিশিল্ড। বৃহস্পতিবার পুলিশের কড়া নিরাপত্তায় স্বাস্থ্য আধিকারিকদের নজরদারিতে শুরু হয়েছে সেই প্রক্রিয়া।
আর জি কর, এনআরএস স্কুল অব ট্রপিক্যাল, ন্যাশনাল মেডিকেল কলেজ, বেলেঘাটা আইডি হাসপাতাল সহ কলকাতার একাধিক হাসপাতালেই নির্দিষ্ট সংখ্যায় পৌঁছে গিয়েছে কোভিশিল্ডের টিকা। ১৬ জানুয়ারি কোভিশিল্ডের টুকার সুচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
এর আগে সমস্ত প্রস্তুতি ধাপে ধাপে সার হয়ে গিয়েছে। গোটা বিষয়টিকে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় রেখে কাজের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সেই বিষয়ের ওপর নজর দেওয়া হয়েছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-proletarian-people-of-bagbazar-are-looking-for-their-priceless-gem-by-removing-the-ashes/
সারা দেশের মধ্যে ৭ লক্ষ করোনা টিকা পশ্চিমবঙ্গে আগেই এসে উপস্থিত হয়েছে। বেশীরভাগ টিকাই এই মুহুর্তে ইনিসুলেটেড ভ্যানের মাধ্যমে জেলার হাসপাতাল গুলিতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় ৯৩ হাজার ডোজ কলকাতার জন্য সংরক্ষণ করা হয়েছে।
প্রথম ধাপে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন। এরপর পুলিশ প্রশাসন সহ সামনের সারীর করোনা যোদ্ধারা পাবেন টিকা। ১৬ তারিখ ভার্চুয়াল মাধ্যমে কো-উইন অ্যাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই নাম-ঠিকানা সহ সমস্ত কিছু তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় দফায় ডোজ করেন দেওয়া হবে তা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগেই রাজ্যজুড়ে দু’দফায় করোনা টিকার ড্রাইরান চলেছে। প্রতিটি ধাপের সফল হয়েছে। তাই এবারেও যে কোনও সমস্যা এড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।