পৃথক উত্তরবঙ্গের পর রাঢ়বঙ্গের দাবিতে সরব সৌমিত্র খাঁ, অস্বস্তিতে বঙ্গ বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গের পর রাঢ়বঙ্গ নিয়ে সরব হয়েছেন আরও এক বিজেপি সাংসদ । উত্তরবঙ্গের বঞ্চনার কথা উল্লেখ করে আলাদা রাজ্যের দাবী জানাচ্ছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। তা নিয়ে অস্বস্তি বেড়েছে বিজেপির অন্দরে। এখন আবার জঙ্গলমহল নিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর মন্তব্যে ঢোঁক গিলতে শুরু করেছে দিলীপ ঘোষরা।
আলাদা করে উত্তরবঙ্গের দাবীতে জন বারলাকে সমর্থন জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া সহ জঙ্গলমহল নিয়ে আলাদা করে রাঢ়বঙ্গের দাবী তোলেন তিনি।
সোমবার নিজের ফেসবুক লাইভে সৌমিত্র খাঁ বলেন, মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা করে বাংলা দেশ তৈরির স্বপ্ন দেখছেন তিনি। তাই আমরা আলাদা করে রাঢ়বঙ্গ তৈরির আবেদন জানাচ্ছি৷
তিনি আরও বলেন, কালীঘাটের ৫০ কিলোমিটারের মধ্যে ২৩ জন দফতরের মন্ত্রী রয়েছেন৷ উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে তাই আমরা আলাদা করে রাজ্যের আবেদন করছি। যেভাবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে বহিরাগত বলছেন তাতে একদিন আমাদেরকেও একদিন বহিরাগত বলতে পারেন। তাই আমরা চাইছি আমাদের আগের মতো করে ফিরিয়ে দেওয়া হোক।
এমনিতেই আলাদা করে উত্তরবঙ্গের দাবীতে জন বারলার মন্তব্য দেননি রাজ্য বিজেপির নেতারা।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায় এটা জন বারলার ব্যক্তিগত মন্তব্য। অখন্ড পশ্চিমবঙ্গের পক্ষে বিজেপি। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের কথায়, উত্তরবঙ্গকে আলাদা করে রাজ্য হিসাবে ভাবার মতো সময় আসেনি। জন বারলা যা বলছেন তার উত্তর তিনিই দেবেন।
জন বারলার কথায় বঙ্গ বিজেপির অন্দরে যখন আগুন জ্বলছে তাতে সামান্য ঘি ছড়ালেন সৌমিত্র খাঁ। এতে বেজায় চটেছেন অন্যান্য রাজ্য নেতারাও। অনেকে এবিষয়ে চাইছেন না বাক্যব্যয় করতে। সৌমিত্রের এই নতুন মন্তব্য যে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে তা বলার অবকাশ রাখে না।