উত্তমবাবুর মৃত্যুর পর বাংলা সিনেমাকে নতুন করে ফিরিয়ে এনেছিল তাপসইঃ তুহিন ব্যানার্জী
তাপসের সঙ্গে আমার সম্পর্ক ৮৬ সাল থেকে। প্রথম দেখা হয়েছিল 'পথ ভোলা' থেকে। তখন থেকেই আমাদের দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়।
||তুহিন ব্যানার্জী||
||অভিনেতা ||
আপনি তাপস পালকে কত বছর ধরে চেনেন?
উত্তরঃ তাপসের সঙ্গে আমার সম্পর্ক ৮৬ সাল থেকে। প্রথম দেখা হয়েছিল ‘পথ ভোলা’ থেকে।
তখন থেকেই আমাদের দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়।
তাপস পালের কোন জিনিসগুলো তোমার ভালো লাগত?
উত্তরঃ তাপস শুরু থেকেই মজার মানুষ ছিল। যদি কোনও কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে ওকে লুকিয়ে পারা যেত না।
আমি নিজেও তাপসের খুব কাছের বন্ধু ছিলাম বলে মনে করি। যখন কোনও দরকার পড়ত, তখনই ওকে পাশে পাওয়া যেত।
কোনও অসুবিধায় পড়লে তাপসের কাছে যেতাম সমস্যার সমাধানের জন্য।
তখন ও গোটা বিষয়টাকে মন দিয়ে শুনে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করত তার একটা সমাধান খুজে বের করার। একটা অসামান্য বড় হৃদয়ের মানুষ ছিল।
বাংলা সিনেমায় একটা সময় প্রসেনজিত, তাপস পাল এবং চিরঞ্জিত এর ত্রিশঙ্কু জুটি একের পর এক হিট ছবি দিয়ে গিয়েছে। আজ তাপস পালের জীবনাবসানে বাংলা ছবির কতটা ক্ষতি হয়েছে?
উত্তরঃ তাপস পালের জীবনাবসানে বাংলা সিনেমায় প্রচুর ক্ষতি হয়েছে। বাংলা ইন্ড্রাস্টিতে তাপস শুধুমাত্র একজন অভিনেতা ছিল না।
ছিল একজন দায়িত্ববান ব্যক্তিও। এখন সেই দায়িত্ব অনেকটাই বুম্বার কাঁধে গিয়ে পড়ল।
উত্তমবাবুর মৃত্যুর পর একটা দীর্ঘ সময় ধরে বাংলা সিনেমায় গ্যাপ তৈরি হয়েছিল। তাপস এবং বুম্বা একটা সময় তাঁরা কিন্তু অনেকটাই সামলে দিয়েছে। এটা অনস্বীকার্য
রাজনীতিতে না গিয়ে তাপস পাল যদি অভিনয়ের দিকে নজর দিতেন, সেক্ষেত্রে বাংলা সিনেমায় আরও কিছুদিন কি তিনি কাজ করতে পারতেন?
উত্তরঃ আমি নিজেই একবার এই প্রশ্নটা তাপসকে করেছিলাম। ও কিন্তু এই প্রশ্নের উত্তর কখনও দিতে চায়নি।
আমার সঙ্গে যেহেতু কোনও রাজনৈতিক সম্পর্ক ছিল না। তাই হয়তো রাজনৈতিক আলোচনা করতে চায়নি।
তবে ব্যাক্তিগতভাবে আমার মনে হয়েছে অভিনেতা হিসাবে যে তাপসকে গোটা বাংলার মানুষ ঘরে ঘরে দেখেছে, সেই অভিনেতার রাজনীতিতে যোগদান তাঁর অভিনয়ের জগতকে প্রভাবিত করেছে।
যখন আপনি তাপস পালের মৃত্যুর ঘটনা শুনলেন তখন আপনার কি মনে হয়েছিল?
উত্তরঃ একজন সহকর্মী হিসাবে তাপসের সঙ্গে কাটানো প্রচুর মুহূর্তের কথা আমার মনে পড়ছিল। ও যখন হরিশ মুখার্জীর বাড়িতে ভাড়া থাকত তখন ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। প্রচুর খেতে ভালবাসত, খাওয়াতে ভালোবাসতো। গান গাইতে ভালোবাসতো, গান শুনতে ভালোবাসতো। মজার ছেলে ছিল। সব সময়টাই মজা করতে ভালোবাসতো।