ফের কৃষক আন্দোলনস্থলে নিহাংদের হামলা, ঘটনায় আহত এক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের শিখ ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে সিঙ্ঘু সীমান্তে কৃষকের ওপর হামলা। অভিযোগ শিখ নিহাং সম্প্রদায়ের বিরুদ্ধে৷ ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে আহত ব্যক্তি সমস্ত ঘটনার বিবরণ দিচ্ছেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই ব্যক্তি বলেন, একটি পল্ট্রি খামার থেকে মুরগী নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। সেই সময় ওই অভিযুক্ত ব্যক্তি তাঁকে দাঁড় করিয়ে মুরগী চান। কিন্তু চালক ব্যক্তি রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়।
আহত ব্যক্তি আরও বলেন, আমি ওনাকে বলেছিলাম আমি ওনাকে কোনও মুরগী দিতে পারব না। কারণ, আমাকে খামারের মালিক এবং দোকানের মালিককে জবাব দিতে হবে৷ আমি একজন সাধারণ কর্মচারী। আমি এধরনের কাজ করলে আমাকে কাজ হারাতে হবে।
এমনকি গোটা হিসেব দেখাতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে। পল্ট্রি খামার থেকে মুরগী কেনার কথা বলতেই হামলা চালানো হয়। ঘটনায় পায়ে গুরুতর চোট পান ওই ব্যক্তি৷ এমনকি চালককে সাহায্য করতে এসে মার খেতে হয় আরও একজনকে।
কিছুদিন আগেই সিঙ্ঘু সীমান্তে দলিত হত্যাকে কেন্দ্র করে নিহাং সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এধরনের ঘটনা।