নিমতিতা স্টেশনের আতঙ্কের মাঝেই ফের তাজা বোমা উদ্ধার ইটাহারে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পাইকপাড়ায়। বৃ্হস্পতিবার পাইকপাড়া শ্মশান ঘাটের বিশ্রামগারের পেছনে দুটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এলাকার কয়েকজন বাসিন্দা পাইকপাড়া শ্মশানের পিছনের জমিতে কাজ করতে এসে বিষয়টি লক্ষ্য করেন।

তারা বুঝতে পারেন ব্যাগটিতে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইটাহার থানায়। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, কটা বোমা আছে না বোঝা গেলেও বেশ কয়েকটি তাজা কৌটা বোমা উদ্ধার করা হয়েছে। মালদহ থেকে বোম স্কোয়ার্ড টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

ভোটের আগে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। উল্লেখ্য গত এক মাসের মধ্যে ইটাহার থানা থেকে এক কিলোমিটার দূরে জাতীয় সড়কের ধারে থেকে সরষের জমি থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার করে ছিল ইটাহার থানার পুলিশ।

উল্লেখ্য বুধবার রাতে মূর্শিদাবাদের নিমতিতা স্টেশনে তিস্তা-তোর্সা ট্রেন ধরতে আসার সময় গুরুতর শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম হন মন্ত্রী সহ প্রায় ২৬ জন।

দেশজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচীতে দশ রাজ্য থেকে মিলল ব্যাপক সাড়া

বুধবার রাতেই আশঙ্কজনক অবস্থায় মন্ত্রীকে আনা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। আপতত স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ত্বহা সিদ্দিকি। বিকেলে অসুস্থ মন্ত্রীকে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকর।

নির্বাচনের আগে মন্ত্রীর উপর বোমা হামলার ঘটনায় চাপানোতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আক্রমন পাল্টা আক্রমনের মাঝেই শুরু হয়েছে তদন্ত। ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের ইটাহারে বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ।

সম্পর্কিত পোস্ট