ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ, কেরলে খোঁজ দ্বিতীয় ব্যক্তির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ বেড়েই চলেছে করোনার থাবা। আবারও ভয়ঙ্কর করোনার খোঁজ মিলল কেরলে। চিন থেকে আসা রোগীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সূত্রের খবর, করোনা ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তি ২৪ তারিখ চিন থেকে ভারতে এসেছেন। তাঁকে ত্রিশুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁকে আইসোলেশনে রেখেছেন চিকিৎসকরা। ঘটনাটি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

সূত্রের খবর, ২৯ জানুয়ারি ইউহান বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পড়ুয়ার শরীরে করোনা ভাইরাস দেখা যায়। দিন কয়েক ধরে জ্বর থাকার পর হঠাৎ-ই শ্বাসকষ্ট শুরু হয় ওই ব্যক্তির। চিকিৎসকদের তরফে জানানো হয়, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন ওই যুবক। তাঁকে ইউহানের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারপর থেকেই চিন থেকে আসা সমস্ত ভারতীয়দের ওপর কড়া নজরদারি রাখা হয়। চিন থেকে আসা কিছু ভারতীয়কে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ঘটনার পর থেকে করোনা আতঙ্কে কেরলের স্থানীয় বাসিন্দারা। ঘরবন্দি একাধিক পরিবার।

দানব করোনার থাবায় প্রাণ হারিয়েছেন ৩০০ এর বেশী মানুষ। আক্রান্তের সংখ্যা চার হাজারের অধিক। ইতিমধ্যেই চিন সহ প্রায় ২০ টি দেশে করোনার খোঁজ মিলেছে।

সম্পর্কিত পোস্ট