ফের পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ৩, সিল করে দেওয়া হল গ্রাম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিন দিন রাজ্যে নতুন করে আক্রান্তের রেকর্ড গড়ছে করোনা। সেই সঙ্গে নিত্য নতুন রেকর্ড তৈরী হয়েছে সুস্থতার ক্ষেত্রেও।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত তিনটি গ্রামে শুক্রবার ৩ জনের করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে।
যে তিনটি গ্রাম থেকে আক্রান্তের খবর মিলেছে, জেলা প্রশাসনের তরফে সিল করে দেওয়া হয়েছে সেই তিনটি গ্রাম। বর্তমানে পূর্ব মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ৭২। সুস্থ হয়ে উঠেছেন অনেকেই।
সোমবার থেকে খুলছে নিউমার্কেট
হলদিয়া হসপিটালের চিকিৎসক নীলাঞ্জন চক্রবর্তীর কথায়, আমারা আপ্রান চেষ্টা করছি, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। রাজ্য সরকার ও জেলা প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছেন। করোনার বিরুদ্ধে লড়াই করে অরেঞ্জ জোনে পূর্বমেদিনীপুর এলেও জনসচেতনতার অভাবে আবার রেড জোনে চলে গিয়েছে এই জেলা।
অন্যদিকে পরিযায়ী শ্রমিকরা জেলায় জেলায় ফেরাতেও ব্যাপক হারে বাড়ছে সংক্রমন। তাঁর কথায় পরিযায়ী শ্রমিকদের দিনের পর দিন আটকে রাখা সম্ভব নয়। যারা ফিরছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না।