ফের মানবিক পুলিশকর্মী, স্যালুট কোচবিহারবাসীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  লকডাউন এর দিন মানবিক উদাহরণের নিদর্শন রাখল কোচবিহার জেলা ট্রাফিক বিভাগের একজন অফিসার। বাড়ি থেকে পালিয়ে ট্রাকে খালাসির কাজ করছিল চন্দন নামের এক যুবক।

দড়ি টানতে গিয়ে ট্রাক থেকে হঠাৎই পড়ে যায় সে। ডান চোখে ও মাথায় আঘাত লাগে তার। চন্দনকে আহত অবস্থায় ফেলে রেখে ট্রাকটি পালিয়ে যায়। ঘটনাটি ঘটে কোচবিহারে। চন্দনের হাতে টাকা ও খাবার কিছুই ছিলই না।

কোচবিহার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার চিত্ত পালকে ত তার অসুবিধার কথা জানান। তৎক্ষণাৎ চিত্ত বাবু চন্দনের বাবার সঙ্গে যোগাযোগ করেন। তার বাবার সাথে কথা বলেন কোচবিহারের ট্রাফিক আধিকারিক। জানা যায় তার বাবাও পেশায় একজন পুলিশ কর্মী।

বাগুইআটির সঞ্জয় রায় খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা পাঁচ জনের

তার বাবার পাঠানো টাকা ইতিমধ্যেই চন্দনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান চিত্তবাবু। তিনি বলেন আহত চন্দনকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে তার বাবা তাকে নিয়ে যাবেন।

ট্রাফিক পুলিশের এই মানবিক উদাহরণ কে সাধুবাদ জানিয়েছেন কোচবিহার জেলা ট্রাফিক ডিএসপি চন্দন দাস। তিনি বলেন, পুলিশ মানুষের জন্য কাজ করে সহযোগিতা করে সব সময়, সেই সাথে আইন-শৃঙ্খলা রক্ষা করে। প্রত্যেকটি পুলিশকর্মীর মধ্যে একটি করে মানুষ লুকিয়ে আছে। এই ধরনের মানবিক কাজ পুলিশকে সাধারণ মানুষের সাথে সংযোগে আরও সাহায্য করে।

সম্পর্কিত পোস্ট