আবারও ২৫ টাকা বাড়ল সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পেট্রোল ডিজেলের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। রবিবার মধ্যরাত থেকে ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। মার্চের প্রথম দিন থেকেই তা কার্যকর হচ্ছে।
সোমবার থেকে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হয়েছে ৮৪৫.৫০ টাকা। হোটেল এবং রেস্তোরায় ব্যবহৃত ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৭.৫০ টাকা বেড়েছে। নতুন সিলিন্ডারের দর ১৬৮১.৫০ টাকা।
গত ডিসেম্বর থেকে কয়েক দফায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়েছে ২২৫ টাকা। ডিসেম্বরে দু’দফায় রান্নার গ্যাসের দাম বেড়েছে ১০০ টাকা। ফেব্রুয়ারিতে তিন দফায় বেড়েছে ১০০ টাকা। আবার মার্চের শুরুতেই দাম বাড়ল ২৫ টাকা।
আরও পড়ুনঃ স্লগ ওভারে সেলিম, ম্যান অফ দ্য ম্যাচ তিনিই মত কর্মী সমর্থকদের
গত কয়েক দফায় ঊর্ধ্বমুখী গ্যাসের দামের জেরে নাভিশ্বাস আম জনতার। শুধুমাত্র ২৫ টাকাতেই সীমাবদ্ধ থাকবে? নাকি মার্চেও আবার বাড়তে পারে সিলিন্ডারের দাম? আশঙ্কায় আমজনতা।
এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, উজ্জ্বলা যোজনায় আরও এক কোটি গরীব পরিবারকে দু’বছর নিখরচায় রান্নার গ্যাসের পরিষেবা দিতে চায় কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন রান্নার গ্যাসের দাম কমবে। কিন্তু কবে? প্রশ্ন তুলেছেন বিরোধীরা।