ফের উত্তপ্ত উপত্যকা, ভোর থেকে চলছে গুলির লড়াই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার ভোরে নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের বারামুলা। পরপর কয়েকদিন ধরে একাধিক সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোর থেকে জারি রয়েছে গুলির লড়াই।
সূত্রের খবর, বারামুলার পাত্তান এলাকায় কিছু জঙ্গির লুকিয়ে থাকার খবর মেলে। শুক্রবার গভীর রাতে যৌথ অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী।
এরপর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষন শুরু করে জঙ্গিরা। এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি।
গত কয়েকদিন ধরে বারামুলায় একাধিক এলাকায় সন্দেহভাজন ব্যাক্তির গতিবিধি নজরে আসলে নিরাপত্তাবাহিনীকে খবর দেন স্থানীয়রা। তারপর থেকে শুরু হয় চিরুনি তল্লাশি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/compromise-is-the-only-way-to-resolve-the-dispute-indias-message-to-china/
কিছুদিন আগেই বারামুলায় হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড ফেটে আহত হন ছয় জন সাধারণ মানুষ। সেনাবাহিনীর তৎপরতায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রবিবার বারামুলার সোপরে পুলিশ পোস্টকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। কিন্তু কোনও ক্ষতি হয়নি বলে সেনার তরফে জানানো হয়।
#Encounter has started at #Yedipora #Pattan area of #Baramulla. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 4, 2020