ফের বিনা চিকিৎসায় মৃত্যু , করোনা সন্দেহে দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে পড়ে থাকলেন রোগী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সন্দেহে বিনা চিকিৎসায় হাসপাতাল চত্বরেই মারা গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বনগাঁ হাসপাতালে। মৃত ওই ব্যক্তির নাম মাধব নারয়ণ দত্ত। তিনি বনগাঁর নিউমার্কেট এলাকার দোকানদার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকাল ৫টা নাগাদ হালকা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি হয়েছিলেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর বাসিন্দা মাধব নারায়ণ দত্ত। মাধববাবু হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত্রি ৮টা নাগাদ তাকে কলকাতায় রেফার করার কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃতের স্ত্রী আল্পনা দত্ত জানান, কোন রকমে কষ্টে-সৃষ্টে নিজের মাধব বাবুকে হাসপাতালের বাইরে নিয়ে আসেন তিনি। এরপর কাছে আসে না কেউই। কারণ হাসাপাতাল কর্তৃপক্ষর সন্দেহ মাধব বাবু করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
আল্পনা দেবীর কথায়, একা ও অসহায় ভাবে হাসপাতাল এলাকায় থাকা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ভ্যান-রিক্সা ডাকলেও কেউই এগিয়ে আসেননি। অবশেষে তিনি নিরুপায় হয়ে সেখানেই বসে থাকেন।
এরপর পরিবারের নিকট আত্মীয়ের উপস্থিত না হওয়া পর্যন্ত মাধববাবুর মৃতদেহ হাসপাতাল চত্বরেই পড়ে থাকে দীর্ঘক্ষণ।
হাসপাতালের এহেন অমানবিক আচরণে ফের প্রশ্নের মুখে চিকিৎসা ব্যবস্থা। প্রশ্ন উঠছে এখানেও কীভাবে করোনা পরীক্ষা না করেই কীভাবে করোনা সন্দেহে দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হল ওই ব্যক্তিকে?