দিল্লি দাঙ্গা নিয়ে বিরোধীদের প্রতিবাদে উত্তাল সংসদ, অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : উত্তরপূর্ব দিল্লির দাঙ্গা নিয়ে বিরোধীদের প্রতিবাদে উত্তাল হল সংসদ। এর ফলে দিনের শুরুতে রাজ্যসভার অধিবেশন বেলা দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।

অন্যদিকে, বিহারের বাল্মীকিনগরের জেডিইউ সাংসদ বৈদ্যনাথ প্রসাদ মাহাতোর প্রয়াণে শোকজ্ঞাপনের পর লোকসভার অধিবেশনও বেলা দু’টো পর্যন্ত মুলতুবি হয়।

এদিন লোকসভায় অধিবেশনের শুরুতে দিল্লি দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরে নির্ধারিত বিষয়ে আলোচনার উপরে স্থগিতাদেশ জারির দাবি করেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

আরও পড়ুনঃ #BGM:ছক্কার লক্ষ্যে ব্যাট হাতে মমতা, শুরু হল তৃণমূলের মেগা ইভেন্ট

কংগ্রেসের পাশাপাশি তৃণমূল, সিপিএম, সিপিআই, এনসিপি, ডিএমকেও স্থগিতাদেশ নোটিশ আনে।বিরোধীরা দিল্লি দাঙ্গা নিয়ে আলোচনার দাবি করে।যদিও অধিবেশন শুরুর পর প্রয়াত সাংসদের প্রতি শোকজ্ঞাপন করে মুলতুবি হয়ে যায় অধিবেশন।

অন্যদিকে, রাজ্যসভাতেও বিরোধীরা দিল্লি দাঙ্গা নিয়ে আ্লোচনার দাবিতে সরব হয়।গত সপ্তাহে দিল্লি দাঙ্গায় ৪৫ জনের মৃত্যু ও ২০০-র বেশী মানুষের জখম হন। এনিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি জানান বিরোধীরা।

কিন্তু চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তা খারিজ করে দিয়ে বলেন, আগে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।দিল্লি দাঙ্গার বিরুদ্ধে বিরোধীদের প্রবল প্রতিবাদে বেলা দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।

এরপর সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে পৃথক ভাবে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল ও আপের সাংসদরা।

বেলা দু’টোর পর ফের সংসদের অধিবেশন শুরু হলেও দিল্লি দাঙ্গা নিয়ে প্রতিবাদ চালিয়ে যেতে থাকে বিরোধীরা।লোকসভায় কংগ্রেস সাংসদরা প্ল্যাকার্ড তুলে ধরে প্রতিবাদ জানান। শ্লোগান দেন বিজেপি মুর্দাবাদ, অমিত শাহকে পদত্যাগ করতে হবে।

পাশাপাশি লোকসভায় এদিন দিল্লি দাঙ্গায় সরকারি ব্যর্থতার প্রতিবাদে সোচ্চার হয় অন্যান্য বিরোধী দলও।এদিন বাজেট সেশনের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন শুরুর কথা ছিল।কিন্তু দিল্লি দাঙ্গায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে তুমুল হট্টগোল চলছে লোকসভায়।

তার মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বলেন, ‘ডাইরেক্ট ট্যাক্স বিবাদ সে বিশ্বাস বিল’ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে চাই।এই প্রকল্পের মাধ্যমে যারা কর নিয়ে সমস্যার নিস্পত্তি চান, তাঁদের সে সুযোগ দেওয়া হবে। যারা কোনও সমস্যার সমাধান করতে চান, তাঁদের পক্ষে এই প্রকল্প সহায়ক হবে।

আরও পড়ুনঃ বিরাট অঙ্কের টাকার তোলাবাজির অভিযোগ মালদহের দুই তৃণমূল নেতার বিরুদ্ধে

বিরোধীদের শান্ত হওয়ার আবেদন জানিয়ে অধ্যক্ষ ওম বিড়লা বলেন, যদি দিল্লি দাঙ্গা নিয়ে আলোচনা করতে আমরা চাই, তবে আপনারা এভাবে প্রতিবাদ করতে পারবেন না।

অন্যদিকে, বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ১৯৮৪ সালে তিন হাজার শিখ হত্যার ক্ষেত্রে যারা কোনও পদক্ষেপ নেয়নি, আজ তাঁরা এখানে গলা ফাটাচ্ছে। আমি এর তীব্র নিন্দা করছি।বিরোধীদের হৈচৈ-এর মধ্যেই লোকসভার অধিবেশন মুলতুবি করেন অধ্যক্ষ ওম বিড়লা।

অন্যদিকে, রাজ্যসভায় দিল্লি দাঙ্গা নিয়ে ওয়েলে নেমে তুমুল বিক্ষোভের ফলে মঙ্গলবার পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

সম্পর্কিত পোস্ট