শনির সকালে হঠাৎই দিল্লী সফরে রাজ্যপাল, কারণ অজানা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার সকালে হঠাৎই দিল্লিগামী বিমানের সওয়ার হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যদিও কি কারনে তাঁর এই সফর তা জানা যায়নি। দমদম বিমানবন্দর থেকে বিমানে এদিন রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলেন তিনি।

এর আগে প্রত্যেকবারই রাজ্যপাল কোনো সফর করলে তা জানিয়ে যেতেন। তবে এই সফরের আগে তেমন কিছু জানা যায়নি। যদিও এদিন সকালে তার একটি টুইট ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সেটি একটি সংস্কৃত শ্লোকের উল্লেখ করে রাজ্যপাল লিখেছেন,

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |

मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||

Do your duty, but do not concern yourself with results.

Fruits of your actions are not for your enjoyment.

Even while working, give up the pride of doership.

Do not be attached to inaction.

— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 17, 2021

এই রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্যপালের দিল্লি সফর নিয়ে যথেষ্ট কৌতুহল রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের। NHRC রিপোর্ট নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকর বলে জানা গিয়েছে। উঠে আসতে পারে ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গও। একইসঙ্গে দলত্যাগ বিরোধী আইন নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী তাতে গতি বাড়াতে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছিলেন। উভয়ের দীর্ঘ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট