লকডাউনের দিনগুলিতে বন্ধ থাকবে বিমান ও স্পেশ্যাল ট্রেন চলাচল, সম্মতি কেন্দ্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  রাজ্য সরকারের আবেদন মেনে কেন্দ্রীয় সরকার লকডাউনের দিনগুলিতে রাজ্যে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে সম্পূর্ণ লক ডাউন থাকলেও সকাল থেকেই কলকাতা বিমানবন্দর থেকে বিমান চলাচল করে।

এতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছিলেন। লকডাউন এর মধ্যে কেন বিমান ওঠানামা করছে সেই নিয়ে তিনি মুখ্যসচিব রাজীব সিনহার কাছে জানতেও চান বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এরপরেই রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব চিঠি দিয়ে লকডাউনের দিনগুলিতে বিমান না চালানোর জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন জানান। তাতেই শিলমোহর দেন কেন্দ্র সরকার।

করোনা কাঁটা, দর্শকহীন রেড রোডে উদযাপিত হবে স্বাধীনতা দিবস

বিমানের পরে রাজ্য সরকারের আবেদন মেনে এবার সপ্তাহে লকডাউনের দিনগুলিতে রাজ্যে কোনও স্পেশাল ট্রেন চলবে না বলে রেল মন্ত্রক জানিয়ে দিয়েছে।

ফলে ওই দিনগুলিতে যাত্রীদের স্টেশনে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী বুধবার লকডাউনের দিন পূর্ব রেলের শিয়ালদা থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচলকারী এসি স্পেশাল বাতিল থাকবে বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে ঐ দিন হাওড়া ও শিয়ালদা থেকে চলাচলকারী ১২টি স্পেশাল ট্রেন বাতিল থাকবে বলে রেল জানিয়েছে। সোমবার থেকে মঙ্গলবার বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে।

সেগুলির মধ্য রয়েছে হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন বাতিল, সোমবার শিয়ালদা থেকে বাতিল ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস। মঙ্গলবার ভুবনেশ্বর-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস বাতিল, বাতিল হাওড়া-যশবন্তপুর স্পেশালও। মঙ্গলবার বাতিল পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস।

সম্পর্কিত পোস্ট