সর্বভারতীয় সহ-সভাপতি পদে লুজিনহো ফেলেরিওকে নিযুক্ত করল তৃণমূল কংগ্রেস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত মাসেই কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়েছেন। এখন গোয়া তৃণমূলের একমাত্র কাণ্ডারী তিনি। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিওকে (Luizinho Felerio) সর্বভারতীয় সহ-সভাপতি (Vice President) পদে নির্বাচিত করল তৃণমূল কংগ্রেস (AITC) ।
শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই খবর জানিয়েছেন। চিঠিতে তিনি স্পষ্ট লেখেন, আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে লুজিনহো ফেলেরিওর নেতৃত্বে আগামী দিনে তৃণমূল কংগ্রেস সারা দেশে নজির গড়বেন।
উল্লেখ্য, ২০২২ এর গোয়া বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তোরজোড় শুরু করেছে তৃণমূল। একাধিক দল থেকে নেতারা একে একে তৃণমূলে আসতে শুরু করেছেন। যার ক্রেডিট অনেকটা বর্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকেই। তাই আগামী দিনে তাঁর ওপর আস্থা রাখতে চাইছে দল।
চলতি মাসেই গোয়ার সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের কথা মাথায় রেখে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন তিনি। সেইসঙ্গে দলনেত্রীর উপস্থিতিতে ঠিক হবে আগামী দিনের রোড ম্যাপ।