ত্রিপুরায় তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের ওপর হামলা, গাড়ি ভাঙচুড়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের ওপর হামলা। গাড়ি ভাঙচুড় করা হয় একাধিক গাড়ি। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

শুক্রবার জনসংযোগ বাড়াতে ‘দিদির দূত’ এর মাধ্যমে প্রচার শুরু করেন তৃণমূল নেতারা। স্লোগান হিসাবে থাকছে ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ বাংলার একাধিক জনমূখী প্রকল্প তুলে ধররে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। শুক্রবার আগরতলায় একটি মিছিলের মাধ্যমে ‘দিদির দূত’ যাত্রার সুচনা করেন সুবল ভৌমিক, সুস্মিতা দেবরা। এর পরেই হামলা চলে সুস্মিতা দেবের ওপর।

দুপুর দেড়টা নাগাদ আমতলী বাজার এলাকায় হামলা চালানো হয়। এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদের। এরপরেই আমতলী থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও গোটা ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি।

 

ত্রিপুরায় সংগঠনের দিকে তাকিয়ে পুজোর আগে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন সুবল ভৌমিক। দীপাবলীর আগেই প্রাথমিক প্রচার পর্ব সেরে নিতে চাইছেন তৃণমূল নেতারা। এরপর ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে পুরসভা নির্বাচনের রোডম্যাপ ঠিক করবেন তিনি। কিন্তু তার আগে এই ঘটনা স্বাভাবিকভাবেই ত্রিপুরার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে।

 

সম্পর্কিত পোস্ট