VIP স্টিকার লাগানো গাড়িতে ভুয়ো ভিজিল্যান্স অফিসার! ফের চাঞ্চল্য শহর কলকাতায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  এখনো কাটেনি দেবাঞ্জন দেব কান্ডের রেশ। জেরায় একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। শাসকদলের একাধিক নেতার সঙ্গে দেবাঞ্জনের যোগাযোগ আরও বিতর্ক তৈরী করেছে। এই পরিস্থিতিতে আরও এক ভুয়ো আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে থিয়েটার রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ।

ধৃতের নাম আসিফুল হক। পুলিশি জেরায় জানা গিয়েছে পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন্স স্ট্রিটের বাসিন্দা। পুলিশের দাবি, নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার বলে পরিচয় দিতেন ওই যুবক। তার গাড়িতে লাগানো ছিল নীল বাতি ও ভিআইপি স্টিকার। কালো কাঁচ ঢাকা গাড়িতে চড়ে ঘুরে বেড়াতেন ওই যুবক।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার থিয়েটার রোডে নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক নীল বাতি লাগানো গাড়ি আটকায় ইস্ট ট্রাফিক গার্ড। গাড়িতে থাকা যুবক আসিফুল হককে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। বয়ানে অসঙ্গতি থাকায় ক্রমশ গাঢ় হতে থাকে সন্দেহ। এরপরই গ্রেফতার করা হয় তাকে। ধৃত আসিফুল কোনো প্রতারণাচক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে যুক্ত করা হয়েছে আরও চারটি ধারা। ওষুধে ভেজাল, ভেজাল ওষুধ বিক্রি, এক ওষুধ বলে অন্য ওষুধ দেওয়া এবং সরকারি সম্পত্তি বিক্রিতে বাধার অভিযোগে আরও ৪ টি ধারা যুক্ত করা হয়েছে। আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেবাঞ্জন-সহ ধৃত ২জনকে মঙ্গলবার আদালতে তোলা হয়। তাদের ৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

কেন্দ্র বনাম রাজ্য তুমুল সংঘাতের আবহেই দিল্লিতে আম পাঠালেন মমতা

প্রসঙ্গত, দিনকয়েক আগেই রানাঘাট থেকে আসা একটি সুইফট ডিজায়ার গাড়ি সোদপুর রোড হয়ে মধ্যমগ্রামের দিকে আসার সময় সিগন্যালের দাঁড়ায়। তখন একটি স্করপিও নীল বাতি লাগানো সরকারি গাড়ি এসে সুইফট ডিজায়ার গাড়িটিতে ধাক্কা মেরে দেয়। নীল বাতির ভয় দেখানো হলে সুইফট ডিজায়ার গাড়িচালক তৎক্ষণাৎ মধ্যমগ্রাম থানার অন্তর্গত ট্রাফিক বুথে খবর দেন।

স্করপিও নীল বাতি লাগানো গাড়িটিকে আটক করে পুলিশ। দেখা যায় গাড়িটির ভিতর ড্রাইভার সহ আরো তিনজন আছে। এই তিনজন মদ্যপ অবস্থায় রয়েছে । তৎক্ষণাৎ নীল বাতি লাগানো গাড়িটিকে মধ্যগ্রাম থানায় আনা হয়। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় স্করপিও নীল বাতি লাগানো গাড়িটির বিরুদ্ধে। চলছে তদন্ত।

সম্পর্কিত পোস্ট