Lakhimpur Violence: অখিলেশ যাদবের বাড়ির সামনেই পুলিশের গাড়িতে আগুন, রণক্ষেত্র পরিস্থিতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাখিমপুর যাওয়ার পথে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে বাধা দেয় যোগী রাজ্যের পুলিশ। রীতিমতো গৃহবন্দি করা হয় তাঁকে। তীব্র প্রতিবাদ জানিয়ে বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি।

মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। অখিলেশ যাদবের বাড়ির সামনেই পুলিশের একটি জিপে আগুন ধরিয়ে দেন সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা।

পুলিশের অভিযোগ সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা আগুন লাগিয়েছে। যদিও অখিলেশ যাদব সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। পাল্টা পুলিশের বিরুদ্ধে এবং যোগী সরকারের বিরুদ্ধে  অভিযোগ করে তিনি বলেন, “সরকার কোনো রাজনৈতিক নেতাকে লাখিমপুর যেতে দিচ্ছে না। সরকার কী লুকোতে চাইছে? বিজেপি কৃষকদের বিরুদ্ধে যা করছে ব্রিটিশ আমলেও তা হত না।

একইসঙ্গে মৃতদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগও দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, লাখিমপুর খেরিতে যাওয়ার পথে আটকানো হয় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর এস রানধওয়ার উড়ান লখনউ বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে।

সোমবার সকালে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তী লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি লিখে নজিরবিহীনভাবে ভূপেশ বাঘেল এবং সুখজিন্দর এস রানধওয়ার বিমান নামার অনুমতি দিতে বারণ করেন৷ উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস৷

টুইটে ক্ষোভ উগরে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল লেখেন, উত্তরপ্রদেশ সরকার আমাকে রাজ্যে ঢুকতে না দেওয়ার ফরমান জারি করেছে৷ উত্তরপ্রদেশে কি নাগরিক অধিকার স্থগিত করা হয়েছে? লাখিমপুরে ১৪৪ ধারা জারি থাকলে লখনউয়ে নামতে কেন বাধা দিল সরকার?

সম্পর্কিত পোস্ট