লাখিমপুর যেতে বাধা ভূপেশ বাঘেলকে, গৃহবন্দী অখিলেশ যাদব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাখিমপুর খেরিতে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে বাধা সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে। লখনউয়ে তাঁকে গৃহবন্দি করেছে পুলিশ। বাসভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল মুলায়ম পুত্র।

সাফ জানিয়ে দিয়েছেন লাখিমপুর যেতে না দেওয়া হলে অবস্থান বিক্ষোভ তুলবেন না। রবিবার মধ্যরাতে লাখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকে।

লাখিমপুর খেরিতে যাওয়ার পথে আটকানো হয় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর এস রানধওয়ার উড়ান লখনউ বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে।

সোমবার সকালে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তী লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি লিখে নজিরবিহীনভাবে ভূপেশ বাঘেল এবং সুখজিন্দর এস রানধওয়ার বিমান নামার অনুমতি দিতে বারণ করেন৷ উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস৷

টুইটে ক্ষোভ উগরে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল লেখেন, উত্তরপ্রদেশ সরকার আমাকে রাজ্যে ঢুকতে না দেওয়ার ফরমান জারি করেছে৷ উত্তরপ্রদেশে কি নাগরিক অধিকার স্থগিত করা হয়েছে? লাখিমপুরে ১৪৪ ধারা জারি থাকলে লখনউয়ে নামতে কেন বাধা দিল সরকার?

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।

লখিমপুর খেরির জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে তিকোনিয়ায় এই অশান্তির ঘটনায় চার কৃষক-সহ আটজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট