বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ঃ শুভেন্দু অধিকারী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বুধবার রাজ্যের সার্বিক পরস্থিতি নিয়ে দুপুর ৩ টে নাগাদ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা। তিনি বলেন, বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে বাঁচানোর প্রয়াস করছেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, গত বছর কোভিড সরঞ্জাম নিয়ে নজরদারির জন্য কমিটি গঠন হয়েছিল তাঁর প্রধান হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করা হয়। কিন্তু সেই কমিটির রিপোর্ট আসেনি। তা প্রকাশ্যে আনার জন্য আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের বিধায়কের বক্তব্য, অন্ডাল বিমানবন্দরের জন্য ২৩০০ একর জমি নিয়েছিল রাজ্য সরকার৷ যে কমিটির মাথা ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে বাঁচানোর প্রয়াস করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এমনিতে ইয়াস বিপর্যয় মোকাবিলা নিয়ে একমাত্র সাংবাদিক বৈঠক করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু৷ এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করার পর শুভেন্দু আবারও বলেন প্রধানমন্ত্রীর অপমান করা হয়েছে। একজন সাংবিধানিক প্রধান হিসাবে অবিলম্বে নোটিশ পাঠানো দরকার। এছাড়াও রাজ্যের হিংসার ঘটনা এবং আইপিএস অফিসারদের বদলি নিয়েও রাজ্যপালের কাছে অভিযোগ করেন তিনি।
বুধবার সাংবাদিক বৈঠক করে একপ্রকার প্রাক্তন মন্ত্রীদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারীর মন্তব্য, কোনও মন্ত্রীকেই কাজ করতে দেননি মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে নিয়ে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাই এদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।