রাজ্যের কলেজ গুলিতেও এবার অলচিকি ভাষায় স্নাতক স্তরে পড়াশোনা করা যাবেঃ পার্থ চট্টোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী রবিবার বিশ্ব আদিবাসী দিবস। ঠিক তার প্রাক্কালে রাজ্যের শিক্ষামন্ত্রী এমন এক বার্তা দিলেন যা একই সঙ্গে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছে।

এক তো এ রাজ্যের কলেজ গুলিতেও এবার অলচিকি ভাষায় স্নাতক স্তরে পড়াশোনা করা যাবে আর দুই, কেন্দ্রের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে এক জোরালো বার্তা। বাংলায় যে মোদির শিক্ষানীতি লাগু হচ্ছে না সেটাই এদিন পরোক্ষ ভাবে বুঝিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন শিক্ষামন্ত্রী ফেসবুকে জানান যে, ভারত জাকাত মাঝি পরগনার তরফ থেকে কয়েকজন সদস্য এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে।

তাঁদের সঙ্গে আলোচনায় ঠিক হয়েছে, অলচিকিতে যারা পড়বে তাদের বিষয়ে কলেজে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় তা দেখবে রাজ্যরে শিক্ষা দফতর। সেই সঙ্গে কলেজে কলেজে যাতে সফল অলচিকি ছাত্র-ছাত্রীদের ভর্তি করা যায় সে বিষয়ে যেখানে সুযোগ আছে সেখানে তার ব্যবস্থা নেওয়ার বিষয়টি শিক্ষা দফতর দেখবে।

আগামী দিনে রামমন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র, রুটিরুজির সংস্থান হবে সর্বধর্ম নির্বিশেষেঃ পঙ্কজ ঘোষ

স্নাতক স্তরের যাতে পাঠ্যসূচি যাতে অলচিকিতে করা যায় সে বিষয়ে জরুরী ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে যে সমস্ত শিক্ষক অতিরিক্তভাবে অলচিকি লিপিতে কলেজে পড়াবার দায়িত্ব নেবেন তাদেরও চিহ্নিতকরণের কাজ শুরু করা হবে।

এখন বিষয় হচ্ছে অলচিকিতে পড়াশোনার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন আদিবাসী সম্প্রদায়ের নেতারা। সেই দাবি যদি কলেজ স্তরে গৃহীত হয় তাহলে নিঃসন্দেহে তা লাভবান হবে আদিবাসী পড়ুয়াদের ক্ষেত্রে।

আবার কেন্দ্র সরকার নতুন যে শিক্ষানীতি নিয়েছে তাতে উচ্চশিক্ষা স্তরে বেশ ভালই কোপ পড়তে চলেছে আঞ্চলিক ভাষাগুলির ওপর।

একই সঙ্গে স্কুল স্তরেও কোপে পড়তে পারে সাঁওতালি ভাষার ওপরে যা অলচিকি লিপির মাধ্যমে পড়া ও লেখা হয়। কারন নয়া শিক্ষানীতিতে তিনটি ভাষার ওপর জোর দেওয়া হয়েছে। যার জেরে মার খেতে পারে সাঁওতালী ভাষা। ধাক্কা খাবে তার পঠনপাঠনও।

সম্পর্কিত পোস্ট