Aliah University : আলিয়া কান্ডে গ্রেফতার অভিযুক্ত ছাত্র নেতা গিয়াসউদ্দিন মন্ডল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আলিয়া কাণ্ডে ( Aliah University ) গ্রেফতার অভিযুক্ত ছাত্র নেতা গিয়াস উদ্দিন মন্ডল (Giasuddin Mandal)। ঘটনার দুদিন পর গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ (Techno city Police station)। গ্রেফতার করা হয়েছে নিউটাউন (newtown) থেকে। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত ছাত্রনেতার মোবাইল ফোন।

উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। ইতিমধ্যেই তাকে বহিষ্কার করেছে টিএমসিপি (TMCP)। উপাচার্যকে চড় মারার হুমকি দিয়েছে এই ছাত্রনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও (Viral Video) তে উঠে এসেছে একাধিক অশ্লীল শব্দ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ঘটনার দিন একাধিকবার পুলিশে ফোন করেও মেলেনি সাহায্য। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।

Aliah University

প্রসঙ্গত এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদকে। কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন বিশিষ্টজন থেকে শুরু করে শিক্ষাবিদরা।

বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) সরাসরি তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তাঁর প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও টি আদৌ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এসেছে কিনা তা নিয়েও।

Rajasthan Curfew : আবার সাম্প্রদায়িক দাঙ্গা, কারফিউ জারি হল কারাউলি শহরে

সরব হয়েছে বিজেপিও। বিজেপি তরফে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করার অপরাধে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় রবিবার সকালে চুঁচুড়ায়।

উল্লেখ্য তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিরোধীদের বক্তব্যকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। উল্টে তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতেই সাজানো একটি ভিডিও ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাক যুদ্ধের কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে।

সম্পর্কিত পোস্ট