ইজরায়েলি এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে গেল সংবাদমাধ্যমের অফিস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের উত্তপ্ত গাজা৷ শনিবার ইজরায়েলি হামলা গুঁড়িয়ে গেল সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার বহুতলের অফিস। ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের৷ আহত শতাধিক।
সোমবার থেকে উত্তপ্ত গাজা শহর। একের পর এক হামলায় মৃত্যু হয়েছে বহু মানুষের৷ শনিবার সেই ঘটনা কেড়ে নিল ১০ জনের প্রাণ। ওই বহুতলে অন্যান্য অফিস এবং আবাসন ছিল বলে জানা গিয়েছে। ইজরায়েলি নিরাপত্তাবাহিনীর সতর্ক করেছিল যে কোনও বহুতল ছেড়ে দেওয়ার জন্য। এরপরেই শনিবার হামলায় আতঙ্কিত সাধারণ মানুষ।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এখনও অবধি ২০০০ হাজার রকেট ব্যবহার করেছে হামাস। দুই পক্ষের সংঘর্ষে প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা এএফপিকে ইজরায়েলি নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে বহুতলে বাস ছিল হামাস সন্ত্রাসবাদীদের। মিডিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করত তারা। শনিবার ফাইটার জেট ব্যবহার করে খতম করা হয়।
জালা টাওয়ারের মালিক জাওয়াদ মেহেদি জানিয়েছেন, ইজরায়েলি নিরাপত্তা বাহিনীর তরফে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। এক ঘন্টা আগে ওই বহুতল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷