৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত কলেজ- বিশ্ববিদ্যালয়ঃ শিক্ষামন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল বন্ধের কথা আগেই জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রী।রবিবার তি‌নি ঘোষণা করলেন, ৩০ জুন পর্যন্ত সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এ দিন শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিকের বাকী তিন পরীক্ষা প্রসঙ্গে বলেন, ‘‘ সামাজিক দূরত্ব বিধি মানার জন্য পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে। পরীক্ষার্থীদের বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এবার থেকে পরীক্ষাকেন্দ্র মাস্ক, দূরত্ব বিধি মানা বাধ্যতামূলক। পড়ুয়ারা নিজেদের পেন নিজেরাই ব্যবহার করবে। স্কুল, কলেজ সর্বত্র ব্যবহার করতে হবে স্যানিটাইজার।

কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত বিভাগ আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি। স্থগিত থাকা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে একজন করে বেঞ্চে বসিয়ে পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি। ”

রাম বিলাসের চিঠিকে ভিত্তি করে রাজ্যকে খোঁচা বাবুলের, পাল্টা জবাব জ্যোতিপ্রিয়র

পার্থবাবু অরও জানান, রাজ্যে প্রায় সাত হাজার স্কুল এবং কলেজে পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়রান্টিন সেন্টার করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের লকডাউন ঘোষণার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘‘রাজ্যর সঙ্গে কোনও সমন্বয় রাখা হয়নি।”
লকডাউন পরবর্তী পরিস্থিতি কীভাবে আবারও শিক্ষাঙ্গনগুলিকে স্বাভাবিক ছন্দে ফেরানো যেতে পারে, সে বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলেই জানান শিক্ষামন্ত্রী।

ক‌লেজ ও বিশ্ব‌বিদ্যালয়ের পরীক্ষা ও পড়া‌শোনার বিষয় কর্তৃপক্ষই দেখ‌বে ব‌লে জানান তি‌নি।

সম্পর্কিত পোস্ট