West Bengal Assembly Election: প্রথম দফার সমস্ত বুথ স্পর্শকাতর জানালো নির্বাচন কমিশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ৩০ টি আসনে হবে নির্বাচন। প্রথম দফার নির্বাচনের সমস্ত বুথগুলিকে স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন।
রাজ্যের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুরের বেশ কিছু হবে নির্বাচন। এই দফার সমস্ত বুথগুলিকে স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন। সেইমতো পাঠানো হবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী।
প্রথম দফার নির্বাচনে রাজ্যে আসতে চলেছে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরবর্তীকালে আরও বাহিনী আসতে পারে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, নির্বাচনে অংশগ্রহণকারী পোলিং অফিসাররা প্রশিক্ষণ পর্বে অংশ না নিলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুনঃ রাজনৈতিক দ্বিচারিতায় দিশেহারা আমজনতা, খোঁজ চলছে স্থায়ী সদস্যদের
এবারের নির্বাচনে ৮০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এর মাধ্যমে ভোট দিতে পারবেন। কিন্তু এই পোস্টাল ব্যালটে কারচুপি করতে পারে তৃণমূল। এমনটা অভিযোগ তুলে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করেন বিজেপি।
একইসঙ্গে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার পদ থেকে সরানো হতে পারে সৌম্য রায়কে। কারণ, এবারে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হচ্ছেন তাঁর স্ত্রী লাভলী মৈত্র। কারণ হিসাবে বলা হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণকারী কোনও প্রার্থীর নিকটস্থ কোনও আত্মীয় ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না। তাই সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে।