১২ অগাস্ট পর্যন্ত দেশে বন্ধ রেল চলাচল, সিদ্ধান্ত রেলমন্ত্রকের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ১২ অগাস্ট পর্যন্ত দেশে রেল চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বাের্ড। বৃহস্পতিবার রেলওয়ে বাের্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে, আগামী ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সকল ট্রেন বাতিল করা হয়েছে।
১২ অগাস্ট পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লােকাল ট্রেন চলাচল সব বন্ধ থাকবে বলে রেল বাের্ডের তরফে জানানাে
হয়েছে। এক্ষেত্রে যে ট্রেন গুলি বাতিল করা হয়েছে, তার টিকিটের অর্থ প্রত্যেক যাত্রীকে ফিরিয়ে দেওয়া হবে, জানিয়েছে রেলওয়ে বাের্ড। এই মুহূর্তে শুধুমাত্র স্পেশাল ট্রেন চলবে বলে জানানাে হয়েছে।
আনলক ওয়ান’এ দেশে একাধিক জায়গায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। রাজ্যগুলি পরিস্থিতি বুঝে বিধিনিষেধ নিয়ন্ত্রণ করেছে। গণপরিবহনের ক্ষেত্রে মেট্রো, ট্রেন বাদ দিয়ে একাধিক ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল করেছে কেন্দ্রীয় সরকার।
২৪ ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার, প্রকাশ্যে নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র
তবে এখনও সিনেমা হল, বার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এদিনই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে সিবিএসসি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হবে। একইসঙ্গে আইসিএসসি’র বাকি পরীক্ষা বাতিল কার হয়েছে।
পাশপাশি গণপরিবহণে দেশজুড়ে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। তারমধ্যে প্রতিদিন উত্তরােত্তর করােনা সংক্রমণ বেড়ে চলেছে। প্রায় ১৭ হাজার নতুন করােনা সংক্রমণ দেখা দিয়েছে গােটা দেশজুড়ে।
যেভাবে পরিকল্পনা না করে লকডাউন ঘােষণা করেছিল কেন্দ্র, সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে একজোটে জানিয়েছে বিরােধী রাজনৈতিক দলগুলি।
এই পরিপ্রেক্ষিতে ট্রেন চলাচল বন্ধ রাখতে চায় রেলওয়ে বাের্ড। আগামী ১২ আগস্টের পরে কবে ট্রেন চলাচল শুরু হবে তা নিয়ে এখনই কিছু জানানাে হয়নি।