মহাকাশের পথে পাড়ি দিতে চলেছে ইসরোর নয়া উপগ্রহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নয়া সাফল্যের পথে ইসরো। অত্যাধুনিক স্যাটেলাইট ইওএস-০১ মহাকাশে পাঠাতে চলেছে ভারতীয় মাহাকাশ গবেষণা সংস্থা। শনিবার শ্রীহরিকোটার সতীশ ধবন গবেষণা কেন্দ্র থেকে বেলা ৩ টে নাগাদ ছাড়া হবে এই স্যাটেলাইট। পিএসএলভি-৪৯ রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষে পাঠানো হবে কৃত্রিম উপগ্রহকে।

পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বের করে পিএসএলভি-৪৯ পৃথিবীর কক্ষপথে বসিয়ে দেবে কৃত্রিম উপগ্রহকে। সেইসঙ্গে আরও ৯ টি স্যটেলাইট নিয়ে যাবে পিএসএলভি-৪৯। জলবায়ু বদলের আভাস এবং আবহাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে তথ্য দেবে এই কৃত্রিম উপগ্রহ।

শ্রীহরিকোটার সতীশ ধবন উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই নিয়ে ৭৬ তম স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হচ্ছে। করোনার কারণে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রক্রিয়া পিছিয়ে গিয়েছিল। ২০২০-২১ সালে আদিত্য এল ওয়ান (গগণযান নামে পরিচিত) সহ প্রায় ২০ টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথা ছিল ইসরোর। তাই শনিবারের স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে তোরজোড়। এই নিয়ে ৫১ তম কৃত্রিম উপগ্রহ নিয়ে মাহাকাশে পাড়ি দেবে পিএসএলভি যান।

গত বছরের ডিসেম্বর মাসে ভারতের মাটি থেকে রিস্যাট-টুবিআর১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো। যার ক্ষমতা ইওএসের সমতুল্য। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে ফ্রান্সের গুয়ানা থেকে জিস্যাট-৩০ উৎক্ষেপণ করে ইসরো।

ইওএস-০১ হল রিস্যাট স্যটেলাইটের আরও একটি অংশ। রিস্যাট-২বি এবং রিস্যাট-২বিআরওয়ান এর ক্ষমতা সম্পন্ন হল ইওএস-০১। বিজ্ঞানীদের মতে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং কৃষিকাজে ব্যাপকভাবে সহায়তা করবে এই উপগ্রহ।

২০১২ সাল থেকেই ন্যানো স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠাচ্ছে ইসরো। যার হাল্কা ওজনের হওয়ায় পৃথিবীর নিম্নকক্ষে বসানো খুব সহজ হয়। ২০১৭ সালের মধ্যে চিনকে টপকে আর ও সাত হাজার স্যটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। যা সীমান্ত রক্ষা তো বটেই, শত্রুদের ডেরার ওপর তীক্ষ্ণ নজর রাখবে।

সম্পর্কিত পোস্ট