অধ্যক্ষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অধ্যক্ষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গতকাল বিধানসভায় মুকুল রায়ের দল বদল প্রসঙ্গ তুলে শুভেন্দু বাবু অধ্যক্ষ সম্পর্কে কিছু মন্তব্য করেন।
২১ জুলাইয়ের নাম করে তোলা যাবে না টাকা, প্রস্তুতি বৈঠকে দলের নেতাদের সতর্ক করলেন অভিষেক
সেই বক্তব্যে অধ্যক্ষের মর্যাদা হানি হয়েছে বলে অভিযোগ তুলে আজ তৃণমূল কংগ্রেস সদস্য পার্থ ভৌমিক স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন। ওই প্রস্তাব গ্রহণ করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, শুভেন্দুর বক্তব্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হবে। প্রিভিলেজ কমিটি ওই অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেবে। তার পরেই এসম্পর্কে পরবর্তী পদক্ষেপ করা হবে।
১৫ জুন বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, “স্পিকার বলছেন মুকুল রায় বিজেপিতে আর মুকুল রায় নিজে বলছে তৃণমূলে। স্পিকার না পারছেন গিলতে না পারছেন উগ্রাতে। আসলে খেতেই জানে না তো খাবে কি।”