মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত ভাতা বাড়ল WBCS অফিসারদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত ভাতা বাড়ল WBCS অফিসারদের। এই মর্মে বুধবার নির্দেশিকা জারি হয়েছে। তবে সব ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য নয়।

শুধুমাত্র WBCS অফিসারদের মধ্য থেকে যাঁরা সাবডিভিশনাল অফিসার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট , ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে কর্মরত রয়েছেন তাঁদের জন্যই এই বিশেষ ভাতা কর্জকর হবে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে আয়োজিত একটি আলোচনা সভায় বিশেষ ঘোষণা করেন। তারপরই এই তিনটি স্তরের অফিসারদের বিশেষ ভাতা বাড়ানোর নির্দেশিকা জারি করল রাজ্য। ১ মে থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর একটি ঘোষণা, তাতেই বেতন বৈষম্য দূর হল IAS ও WBCS আধিকারিকদের

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে আই এ এস এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে বৈষম্য দূর করতে উদ্যোগী হয়েছে সরকার। কলকাতার টাউন হলে ১২ মে ডব্লিউবিসিএস আধিকারিক সংগঠনের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট