রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁই ছুঁই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনা ভাইরাসের দাপট। বৃহস্পতিবার দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল তিন লক্ষ পার। এদিন রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁই ছুঁই। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১,৯৪৮ জন। মোত আক্রান্তের সংখ্যা ৭,০০,৯০৪ জন।

করোনায় রাজ্যে একদিনে মৃত ৫৬ জন। মোট মৃতের সংখ্যা ১০,৭৬৬। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ২৬৪৬ জন। উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত হয়েছেন ২৩৭৩ জন।

রাজ্যে ভোটপর্বে করোনা আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। করোনার প্রকোপে বাদ যাচ্ছেন না সাধারণ মানুষও। এমত অবস্থায় করোনার রাশ টানতে প্রচারের জন্য কোনও রোড শো এবং পদযাত্রা করা যাবে না। সাফ নির্দেশ নির্বাচন কমিশনের। ছোট সভা করতে হবে। যেখানে ৫০০ এর বেশী জমায়েত করা যাবে না।

এমনকি কোনও জনসভার আগাম অনুমতি দেওয়া হলেও তা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার। ইতিমধ্যেই বাংলায় প্রচার বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে ক্রমাগিত বাড়তে থাকা কোভিড পরিস্থিতি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি।

এর আগেই অবশ্য বাম এবং কংগ্রেসের তরফে প্রচারে রাশ টানা হয়েছিল। এবার কমিশনের নতুন নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে আবেদন করা হয়েছে বাকি দু’দফার নির্বাচন এক দফায় করার জন্য। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসতে চলেছে। সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়? তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট