দক্ষিণেশ্বর মন্দির খুললেও এখনি খুলছে না তারাপীঠ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবারের বৈঠকে তারাপীঠ মন্দির এখনই না খোলার সিদ্ধান্ত নিয়েছে তারামাতা সেবায়েত মন্দির কমিটি। আগামী ২০ জুন ফের বৈঠকে বসে মন্দির খোলার দিনক্ষণ স্থির করা হবে বলে জানানো হয় মন্দির কমিটির পক্ষ থেকে।
করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে লকডাউনের আগে ১৮ মার্চ পুন্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় তারাপীঠ মন্দির। তবে, নিত্য পুজো রীতি মেনে হয়ে আসছিল। লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর ১ জুন থেকে সমস্ত মন্দির খোলার অনুমতি দেয় সরকার।

তারাপীঠ মন্দির কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নেয় তারা মন্দির খুলবে না। ঠিক হয় রবিবার বৈঠক করে মন্দির খোলার দিনক্ষণ ঘোষণা করা হবে। সেই মতো এদিন সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়, মন্দিরের অধিকাংশ সেবাইতরা বৈঠকে বসেন।

সুরক্ষা বিধি মেনে শনিবার থেকেই খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির

সেখানেই সিদ্ধান্ত হয় ১৭ জুন প্রধানমন্ত্রী সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাতে ফের বড়সড় লকডাউন হতে পারে। তাই ওই দিনের বৈঠকের পরেই মন্দির খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে।

তারাময় মুখোপাধ্যায় বলেন, “অধিকাংশ সেবাইতের মত রাজ্যে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ফের লকডাউন হতে পারে। তাই ১৭ জুন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে কি সিদ্ধান্ত হয় জেনে ফের ২০ জুন বৈঠকে বসব। তারপর মন্দির খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে”।

মন্দিরের সেবাইত পুলক চট্টোপাধ্যায় বলেন, “তারাপীঠ মন্দিরে পুন্যার্থীদের একটা চাপ রয়েছে। অধিকাংশ পুন্যার্থী আসেন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে। ওই সমস্ত এলাকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে সেই সমস্ত এলাকাতে থেকে কেউ মন্দিরে পুজো দিতে এলে এখানেও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যাবে। তাই আমরা এখনই মন্দির না খোলার মতামত দিয়েছিলাম। অধিকাংশ সেবাইতের একই মতামত ছিল। তাই ঠিক হয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠকের পর মন্দির খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে”।

সম্পর্কিত পোস্ট