রাজ্যে লকডাউন দু’সপ্তাহ বাড়লেও নির্দেশিকায় ছাড় চলচ্চিত্র টেলি প্রােডাকশনে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের তরফে লকডাউন আও দু’সপ্তাহ বাড়ছে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রের লকডাউন নিয়ে দেওয়া বিজ্ঞপ্তির পরই রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়।
তবে এই বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে তার আন্দাজ শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন।
তবে এর মধ্য নতুন অবশ্যই সর্বাধিক ৩৫ জন। কর্মী নিয়ে সিনেমা ও টেলি মিডিয়া প্রােডাকশনের কাজ শুরুর অনুমতি দেওয়া। মুখ্যমন্ত্রীর ঘােষণা মতােই এদিনের বিজ্ঞপ্তিতে আগামী ১ জুন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে ধর্মীয় স্থানের দরজা খােলার অনুমতি দেওয়া হয়েছে।
একইভাবে মাস পহেলা থেকেই ১০০ শতাংশ কর্মী নিয়ে চা বাগান, পাটশিল্প এবং অবাসন ক্ষেত্রে কাজ করা যাবে । মাঝারি-ক্ষুদ্র-অতিক্ষুদ্র শিল্প সংস্থাগুলি ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবেন।
কৃষ্ণাঙ্গ আমেরিকানের মৃত্যু, প্রতিবাদের আগুনে জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শহর
খনিজ ক্ষেত্র ও বৃহৎ শিল্প সংস্থাগুলি ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে।
আন্তরাজ্য সরকারি ও বেসরকারি বাস পরিষেবা ১ জুন চালু হয়ে যাবে । তবে এক্ষেত্রে যতগুলি আসন আছে ততজন যাত্রী বাস চালানাে যাবে। তবে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। সকলকেই মাস্ক ও গ্লাভস পড়তে হবে।
সরকারি দফতর ৮ জুন থেকে থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। তবে কর্মীরা আসবে একদিন অন্তর একদিন।
বেসরকারি ক্ষত্রেও ৮ জুন থেকে অফিস খুলে যাচ্ছে। কতজন কর্মী নিয়ে কাজ করবে তারাই ঠিক করবেন। তবে কর্মী সংখ্যা ৭০ শতাংশের বেশি হবে না।
এদিনের বিজ্ঞপ্তিতে বেসরকারি কাজের ক্ষেত্রে বাড়ি থেকে কাজ করাকেই উৎসাহ দেওয়া হয়েছে।
সব রকম হােটেল, রেস্তোরাঁ, শপিং মলও কেন্দ্রের নির্দেশিকার মতাে করে এখানেও ৮ জুন থেকে খুলে যাবে। তবে সেখানে সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মানতে হবে।
এদিন ছাড় সম্পর্কে একাধিক নির্দেশিকা জারি করলেও কনটেনমেন্ট জোনে কোনও হালকা মনােভাব দেখাতে চাইছে না রাজ্য সরকার। এরফলে সেখানে যে নিয়ম চালু ছিল তাই থাকবে।