মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই শিলিগুড়ি পুলিশ কমিশনার বদল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই শিলিগুড়ির পুলিশ কমিশনার পদে বদল। নবান্নের তরফে এদিন চিঠি দিয়ে বদলের কথা জানানো হয়। বদল করা হল পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থবকে। নতুন পুলিশ কমিশনার পদে এসেছেন দেবেন্দ্রপ্রকাশ সিং। নব্বানের তরফে রুটিন মাফিক বদল বলা হলেও এর পিছনে অন্য কোনও কারণ দেখছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় উলেন রায় নামের এক বিজেপি কর্মীর। সেখানে ময়নাতদন্ত রিপোর্টে বলে হয় শট গান ইনজুরিতেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর। কিন্তু পুলিশের তরফে বলা হয় মিছিল প্রতিহত করতে শটগানের ব্যবহার করেনি পুলিশ।

আরও পড়ুনঃ পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করব আমরাইঃ মমতা

পাল্টা রাজ্য সরকারকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করতে শুরু করে বিজেপি। অনেকের মতে বিজেপির উত্তরকন্যা অভিযানের পরেই ত্রিপুরারি অর্থবকে সরিয়ে দেওয়র সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

এর আগে একাধিক জেলাত পুলিশ সুপার পদে ছিলেন ডিপি সিং। এমনকি কলকাতা সাউথের ডেপুটি কমিশনার পদে ছিলেন তিনি। সেইসময়েই মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হয়ে ওঠেন। ছিলেন দার্জিলিং এবং কোচবিহার জেলার এসপিও। তাই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিষয়েও ওয়াকিবহাল তিনি। মুখ্যমন্ত্রীর আস্থাভাজন ব্যক্তি হিসাবে পরিচিত এই আইপিএস অফিসার। তাই তাঁকেই শিলিগুড়ির দায়িত্ব সঁপে দিলেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট