পুলিশ ‘অ্যাকশনের’ মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ টেট আন্দোলনকারীরা, আজই শুনানির সম্ভাবনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার মধ্যরাতে সল্টলেক করুণাময়ীতে আচার্য সদনের সামনে শুরু হয় ‘অ্যাকশন’। চাকরির দাবিতে আমরণ অনশনে বসা টেট পাশদের টেনে-হিঁচড়ে, ঘষটাতে ঘষটাতে তুলে নিয়ে যায় পুলিশ। ২০১৪ এর টেট পাশ ‘নন ইনক্লুডেড’ ও ২০১৭ এর টেট পাশ, উভয় আন্দোলনকারীদের আন্দোলন এভাবেই বলপ্রয়োগ করে ভেঙে দেয় প্রশাসন। যুক্তি হিসেবে জানায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস আচার্য সদনের সামনের যে এলাকায় ১৪৪ ধারা জারি আছে তার মধ্যেই আন্দোলন চলছিল। তাই আদালতের নির্দেশের পর আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে।
ঘটনা হল, বুধবার আন্দোলন তোলার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পর্ষদ। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি জানান, ১৪৪ ধারা বলবত রাখতে প্রশাসন আইন মেনে যা করার করতে পারে। এরপরই মধ্যরাতের ‘অ্যাকশন’ শুরু হয়।
এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে অ্যাকশন চলাকালীনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দারস্থ হন টেট পাশ আন্দোলনকারীরা। তাঁরা চলতি বিষয়ে পিটিশন দাখিল করে মামলা করার আর্জি জানান। সেই আর্জি মঞ্জুর হয়েছে। ফলে আজ জরুরি ভিত্তিতে আন্দোলনকারীদের আর্জি শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ।