করোনা আক্রান্ত অমিত শাহ, দিল্লির এইমসে চিকিৎসাধীন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত। দিল্লির বেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার নিজেই টুইট করে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি নমুনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে চিকি‍ৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনায় আক্রান্তের খবর দাবানলের মতো ছড়িয়ে যেতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিজেপি নেতা-কর্মীরা।

গত জুন মাসে যখন প্রাণঘাতী ভাইরাসের বেনজির তাণ্ডবে রীতিমতো লণ্ডভণ্ড রাজধানী দিল্লি, তখন পরিস্থিতি সামলানোর ভার নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সামনে থেকেই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন।

ভোটার কার্ডই নাগরিকত্বের প্রমাণ জানাল নির্বাচন কমিশন

একের পর এক হাসপাতাল পরিদর্শনে গিয়ে সরেজমিনে পরিস্থিতির খোঁজ নিয়ে যেমন পরিকাঠামো বাড়িয়েছিলেন, তেমনই সম্ভাব্য করোনা রুগীদের খুঁজে বের করতে পরীক্ষার সংখ্যা রাতারাতি কয়েক গুন বাড়িয়ে দিয়েছিলেন। এমনকি কনটেনমেন্ট জোন ও হটস্পট চিহ্নিত করে সেখানে কড়া নজরদারি চালানোরও ব্যবস্থা করেছিলেন।

অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াইয়ে কিছুটা হলেও বিজয় হাসিল করতে সক্ষম হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী দিল্লিতে জুলাই মাসের মাঝামাঝি থেকেই করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মারণ ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। এমনকি দেশের তুলনায় দিল্লিতে করোনায় আক্রান্তদের সুস্থতার হার অনেক বেশি। কিন্তু নহু মানুষকে করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেননি দেশের দাপুটে মন্ত্রী।

সম্পর্কিত পোস্ট