বড়সড় হামলার ছক, অমিত শাহের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ভারতীয় সেনার তৎপরতায় জম্মু-কাশ্মীরের নাগরোটার বান টোল প্লাজার সামনে ৪ জইশ জঙ্গিকে খতম হয়। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ভারতীয় সেনা। সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দেশের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী।

 

এদিন টুইট করে সেনাদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে প্রধানমন্ত্রী জানান, নিরাপত্তারক্ষীরা আরও একবার সাহসিকতার পরিচয় দিয়েছেন। সেনার সতর্কতার জন্যই জম্মু-কাশ্মীরে আঘার রোখা গিয়েছে।

উল্লেখ্য,বৃহস্পতিবার ট্রাকে গা ঢাকা দিয়ে জম্মু থেকে কাশ্মীরের রওনা দিচ্ছিল চার জইশ জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীরের নাগরোটার বান টোল প্লাজায় ট্রাক থামায় নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তারক্ষীদের গাড়ি লক্ষ্য করে চলে গুলি। খতম হয় চার জঙ্গি। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়।

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরের টোল প্লাজায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৪ জঙ্গি

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে আসন্ন জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন বানচাল করতে এটা ছিল জঙ্গিদের একটি চাল। ঘটনার ২৪ ঘন্টা পরে প্রধানমন্ত্রীর বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গোয়েন্দা সূত্রের খবর, ২৬/১১ এর মুম্বই হামলার পর আরও একবার ভারতের মাটিতে হামলার ছক কষছে জঙ্গিদল। জম্মু পুলিশের আইজিপি মুকেশ সিং জানিয়েছেন, উপত্যকায় কোনও বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা।

গতমাসেই ভারতীয় সেনার গুলিতে খতম হয় হিজবুলের অপারেশনাল কম্যান্ডার সইফ উল ইসলাম। যা জঙ্গি গোষ্ঠী গুলিকে বড়সড় ধাক্কা দেয়। চলতি বছরে ২০০ এর অধিক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে সেনা সুত্রে খবর।

সম্পর্কিত পোস্ট