মন্ত্রীসভার রদবদল নিয়ে বৈঠকে অমিত শাহ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেশ কয়েকজন সাংসদদের নিয়ে বৈঠকে বসেছেন অমিত শাহ৷ সেখানে রয়েছেন গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের সাংসদরা।কোভিড প্রতিরোধ এবং সংগঠনে কারা কতটা এগিয়ে রয়েছেন, সেই নিয়ে আলোচনা চলছে বৈঠকে৷ একইসঙ্গে প্রতিটি লোকসভা কেন্দ্রের কোভিড পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বৈঠকে৷
একইসঙ্গে বেশ কয়েকদিন ধরেই মোদি সরকারের মন্ত্রীসভার রদবদল নিয়ে আলোচনা চলছিল৷ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক শুরুর পর সেই আলোচনা আরও তীব্র হয়েছে।
এই মুহুর্তে মোদি মন্ত্রীসভায় ২১ জন পূর্ণ মন্ত্রী এবং ২৩ জন রাষ্ট্রমন্ত্রী রয়েছে। বাকি ২৮ টি মন্ত্রক খালি পড়ে রয়েছে। গত দুই বছরে এনডিএ শিবিরে অনেক বদল এসেছে। রামবিলাস পাসোয়ানের মতো জনপ্রিয় মন্ত্রী মৃত্যুও হয়েছে। যার ফলেই এতগুলি পদ খালি পড়ে রয়েছে।
গত পাঁচ দিন ধরেই মন্ত্রীসভার রদবদল নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুটি সাজাচ্ছেন তিনি। বৈঠক করেছেন একাধিক মন্ত্রীদের সঙ্গে৷ বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বদের সঙ্গেও।
অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে ধর্না, শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলকে আটক করল পুলিশ
বাংলা থেকে ইতিমধ্যেই মন্ত্রীপদের জন্য বেশ কয়েকটি নাম উঠে আসছে। তাঁদের মধ্যে রয়েছেন অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক। শোনা যাচ্ছে মন্ত্রীসভার পদ পেতে পারে৷ দিলীপ ঘোষও। তবে সংগঠন ছেড়ে মন্ত্রীসভায় জোর দেবেন দিলীপ ঘোষ? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বাংলার রাজনীতিবীদরা৷
সূত্রের খবর, নতুন মন্ত্রীসভায় জায়গা হতে লোক জনশক্তি পার্টির কোনও প্রতিনিধির। জেডিইউ থেকে মন্ত্রী হতে পারেন। মধ্যপ্রদেশ থেকে নতুন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রীপদ পেতে পারেন বাংলার কোনও সাংসদ।