২১ এর খোলা চ্যালেঞ্জ, মোকাবিলা করতে পারবেন তো মুখ্যমন্ত্রী?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “বিধানসভা নির্বাচনে বাংলায় সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। কোনও রাজপুত্র বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন না। বাংলার মাটি থেকে উঠে আসা ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন।”
কার্যত নাম না করে শহিদ মিনারে সিএএ এর প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কটাক্ষ করলেন দিদিকে বলো কর্মসূচী-ও। বাংলার আমজনতাকে আহ্বান জানালেন দিদিকে বলতে ‘আর নয় অন্যায়’। প্রকারান্তরে পুরসভা নির্বাচনের প্রচারের চাকাও ঘুরিয়ে দিলেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। দিল্লিতে প্রাণ হারিয়েছেন ৪২ জন। অগ্নিগর্ভ পরিস্থিতি শিলঙে। জারি কার্ফু।
এসবের মাঝেই সিএএ এর প্রচারে কলকাতায় এসে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন অমিত শাহ।
আরও পড়ুনঃ শহিদ মিনারে অমিত শাহ
“একসময় বিজেপি নেতাদের হেলিকপ্টার বাংলার মাটিতে নামতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ বাংলা থেকে ১৮জন প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করছেন।” প্রচারের শুরু থেকে ঝাঁঝালো বক্তব্যে আক্রমনের তীর ছুঁড়ে দেন শাসকদলের উদ্দেশে।
রাজনৈতিক মহলে অমিত শাহের সভা ঘিরে তরজা তুঙ্গে।জায়গায় জায়গায় বিক্ষোভে শামিল হয়েছেন বাম-কংগ্রেস ও তৃণমূল। বিক্ষোভ থেকে গো ব্যাক অমিত শাহ স্লোগান উঠলেও কার্যত তাদের বুড়ো আঙুল দেখিয়ে সুষ্ঠভাবে সভা করে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন অমিত শাহ।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রচার সহ একাধিক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লাগামহীন বক্তব্যকে কেন্দ্র করে একাধিকবার সুর চড়িয়েছেন বিরোধীরা। এমনকি দলের অন্দরেও বয়ে গিয়েছে চোরা স্রোত।
তবে এদিনের সভায় বাংলার মাটিতে গেরুয়া ছাপ ফেলার জন্য দলের অন্যতম কান্ডারী দিলীপ ঘোষকে সাধুবাদ জানালেন তিনি। একইসঙ্গে আগামী দিনে দিলীপ ঘোষ যে বাংলার বুকে রাজত্ব করতে চলেছেন সে ইঙ্গিতও দিয়ে গেলেন তিনি।
প্রশ্ন উঠছে এখানেই। একসময়ে যে মুখ্যমন্ত্রী সিএএ এনআরসি এবং এনপিআর নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন আজ অমিত শাহের সভা ও মন্তব্য নিয়ে নিরব কেন?
আরও পড়ুনঃ মেট্রো নিয়ে টানাটানি, আসরে বাম-বিজেপি-তৃণমূল
মুখ্যমন্ত্রীর এহেন নিরবতায় মুখ খুলেছেন বামেরা। বাম নেতৃ়ত্বদের কথায়, রাজ্যে বিজেপিকে হাত ধরে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।যার ফসল গুনছেন বাংলার আমজনতা।
প্রসঙ্গত, এদিনের সভা থেকে মতুয়াদের হাতিয়ার করেই আগামীদিনে বাংলার বুকে গেরুয়া রাজ করার খোলা চ্যালেঞ্জ দিয়ে গেলেন অমিত শাহ।
তবে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কীভাবে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে সেই তরী পার করেন তিনি সেটাই দেখার।