পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্বে খোদ অমিত শাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এরাজ্যে শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা ক্রমশ কমছে। সকালবেলা কুয়াশার চাদর চোখে পড়ছে একটু আধটু। সবমিলিয়ে দীর্ঘ লকডাউনের রেশ কাটিয়ে কিছুটা হলেও ছন্দে ফিরতে চাইছে আমজনতা।

এরই মাঝে বঙ্গ রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি শীতের আমেজকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। করোনা ভাইরাসের প্রকোপের ফলে অনেকেই এবারের শীতটা বাইরে বেরিয়ে উপভোগ করতে পারবেন না।

যারা ঘরেতে বসে শীত উপভোগ করতে চাইছেন তাদের এবারে ড্রইংরুমে উপভোগের মূল বিষয় গরম চায়ের ধোঁয়ায় ‘রাজনীতি’। যার কেন্দ্রবিন্দুতে বিধানসভা নির্বাচন।

নির্বাচনকে কেন্দ্র করে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি। বাম কংগ্রেস কতটা সেখানে দাঁত ফোটাতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলের।

কী হবে নির্বাচনী ময়দানে, তা নিয়ে দিনভর রাজনৈতিক তরজা চলছে টিভির পর্দা থেকে চায়ের দোকান সর্বত্রই। এরই মাঝে রাজ্য বিজেপির সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনে প্রার্থী বাছাই করবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/i-agree-with-mamatas-instruction-to-save-the-team-ibut-not-to-obey-piks-instructions/

এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ২০১৯ এর লোকসভা নির্বাচনে ১৮ টি সিটের প্রার্থী বাছাইয়ে অনুমোদন করেছিলেন অমিত শাহ নিজেই। তাতে সাফল্যও এসেছিল। কাজেই এবারও জয়ের লক্ষ্যে অমিত শাহ চূড়ান্ত অনুমোদন দেবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত দুদিনের রাজ্য সফরে এসে দলীয় সাংগঠনিক বৈঠক সেরে গিয়েছেন অমিত শাহ। বাঁকুড়া এবং কলকাতার ওই দুই বৈঠক থেকেই তিনি আঁচ করেছেন বিধানসভার টিকিটের দাবিদার রয়েছেন অনেকেই।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের মধ্যে প্রার্থীপদ নিয়ে যাতে কোনো অসন্তোষ তৈরি না হয়, তার দিকেও তিনি নজর রাখছেন। ইতিমধ্যেই মেদিনীপুর, হাওড়া ও হুগলির দায়িত্বে থাকা বিজেপির কিংমেকার সুনিল দেওধর জেলায় জেলায় বৈঠক শুরু করে দিয়েছেন।

রাঢ়বঙ্গের দায়িত্বে বিনোদ সনকর তার কাজ শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গের হরিশ দ্বিবেদী এবং কলকাতার দায়িত্বে থাকা দুষ্মন্ত গৌতম এবং নবদ্বীপের দায়িত্বে থাকা বিনোদ তাওড়ে। রাজ্যের কোথায় সংগঠন দুর্বল কোথায় সংগঠন শক্তিশালী এছাড়াও কি কি ঝাড়াই-বাছাই প্রয়োজন সব মিলিয়ে বৈঠকে নেমে পড়েছেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/suvendu-meeting-in-mahisadal-trinamool-supremo-directs-counter-party-to-protest/

রাজনৈতিক মহলে গুঞ্জন, হয়তো ডিসেম্বরে রাজ্যে আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনের আগে হয়ত তিনি নিজে এসে জেলায় জেলায় বিজেপির অবস্থা কেমন তার রিপোর্ট নিতে পারেন।

তবে গোটা বিষয়টির মূল দায়িত্বে থাকছেন অমিত শাহ। জেপি নাড্ডা এবং মুকুল রায় ও দিলীপ ঘোষ যতই বলুক না কেন, একুশের নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলতে বা সংগঠনকে চাঙ্গা করতে কোনোভাবেই গাফিলতি করতে রাজি নয় অমিত শাহ।

তাই প্রস্তুতি এখন থেকেই তিনি শুরু করে দিয়েছেন। জেলার রিপোর্টের খসড়া তালিকা পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্ব পাশাপাশি জমা দেবেন অমিত শাহের কাছেও।

যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন, তখন কোমর কষে নামছে বিজেপিও। তবে আমজনতার ভোট কার দিকে যাবে তা, এখনই বলা সম্ভব নয়। অপেক্ষা করতেই হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট