২৪ এ মোদিকে জেতাতে ২২ এ ভোট দিন যোগীকেঃ অমিত শাহ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২৪ সালে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে (Narendar Modi) পেতে চান তাহলে ২০২২ সালে উত্তরপ্রদেশে (Uttarpradesh) যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) ভোট দিন। শুক্রবার উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচার থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।
উত্তরপ্রদেশের নির্বাচনী কাউন্টডাউন(Election Countdown) শুরু হয়েছে। সাড়ে তিন মাস আগে থেকেই প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে কসুর কম করছেন না কেউই। এরই মাঝে শুক্রবার দলীয় কর্মসূচিতে উত্তরপ্রদেশে উপস্থিত হন অমিত শাহ। যোগ দেন “মেরা পরিবার, বিজেপি পরিবার” অনুষ্ঠানে। সেখানেই এমন মন্তব্য করে বসেন।
এদিন অমিত শাহ বলেন, আমরা উত্তরপ্রদেশকে এক নম্বর রাজ্য করতে চাই। উত্তরপ্রদেশকে বাদ দিয়ে কেন্দ্রে সরকার গঠন করা সম্ভব নয়। ২০১৪ এবং ২০১৯ সালে কেন্দ্রে মোদি সরকারকে আনার পিছনে কৃতিত্ব রয়েছে উত্তরপ্রদেশ সরকারের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্পিনার নিয়ে নামতে চায় ভারত
এদিন তিনি আরও বলেন, ২০১৭ সালে যোগী সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আগামী দু’মাসে বাকি ১০ শতাংশ কাজ হয়ে যাবে। মানুষ বিশ্বাস করে বিজেপি যা বলে তা করে দেখায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবী এবার উত্তরপ্রদেশ থেকে ৩০০ এর বেশী আসন পাবে বিজেপি।
উল্লেখ্য, ২৪ এর নির্বাচনের আগে লিটমাস টেস্ট উত্তরপ্রদেশের নির্বাচন। এবারের নির্বাচনে পূর্ববর্তী সরকারের রিপোর্ট দেখিয়ে প্রচার করছে বিজেপি। রয়েছে রামমন্দিরের মতো ট্রাম্প কার্ড। তবে আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। এই ইস্যুতে একযোগে সরব হয়েছেন অখিলেশ-প্রিয়াঙ্কা-মায়াবতী।
সেই জায়গা থেকে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারবে বিজেপি? আগামী দিনে জাতীয় রাজনীতি নির্ধারণকারী উত্তরপ্রদেশের দিকে বিশেষ নজর থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের৷