দিল্লি দাঙ্গা, লোকসভায় দিল্লি পুলিশের পক্ষে সাফাই অমিত শাহের, ও্য়াকআউট করল কংগ্রেস
দাঙ্গা পীড়িত এলাকা পরিদর্শনেও যাননি তিনি। গত সপ্তাহে সংসদের অধিবেশন শুরু হলে বিরোধীরা সবকিছু সরিয়ে দিল্লির সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনার দাবি করে।
দ্য কোয়ারি ডেস্ক : দিল্লির ভয়াবহ দাঙ্গা নিয়ে এতদিন তিনি নীরবও ছিলেন। দেশ জুড়ে এনিয়ে হৈচৈ হলেও তাঁর মুখ থেকে একটি শব্দও শোনা যায়নি।
দাঙ্গা পীড়িত এলাকা পরিদর্শনেও যাননি তিনি। গত সপ্তাহে সংসদের অধিবেশন শুরু হলে বিরোধীরা সবকিছু সরিয়ে দিল্লির সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনার দাবি করে।
তাতে রাজি হয়নি সরকার। গোটা সপ্তাহটি বিরোধীদের আন্দোলনে সংসদ স্তব্ধ হয়ে গেলেও আলোচনা এড়িয়ে গিয়েছে সরকার।
যদিও পরে আলোচনায় সম্মত হয়্বে সরকার জানায়, হোলির পর ১১ মার্চ লোকসভায় এবং ১২ মার্চ রাজ্যসভায় এনিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন : দিল্লি যখন পুড়ছিল কোথায় ছিলেন অমিত শাহ, লোকসভায় প্রশ্ন অধীরের
সেই মতো এদিন দিল্লির সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনা শুরু হয় লোকসভায়।
বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরি প্রশ্ন তোলেন, দিল্লি যখন পুড়ছে তখন কোথায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশ দাঙ্গা মোকাবিলায় ব্যর্থ হল কেন?
বিজেপি সাংসদ মিনাক্ষী লেখি পাল্টা কংগ্রেসকে আক্রমণ করেন। দিল্লিতে শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশে হিংসার ঘটনা কারা ঘটায় সে তথ্য তাঁর কাছে আছে।
তিনি অনুরাগ ঠাকুর, প্রবোধ বার্মা, কপিল মিশ্রের পক্ষে সাফাই দেন। দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা মোকাবিলায় তৎপর ছিলেন দাবি করে বলেন, ৩৬ ঘণ্টার মধ্যে দাঙ্গা নিয়ন্ত্রণ করেছে পুলিশ।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই দাবি করেন। এদিন লোকসভায় তিনি দাঙ্গায় আক্রান্তদের প্রতি শোকজ্ঞাপন করে পুলিশের পক্ষেই সাফাই দেন।
তিনি বলেন, পুলিশ সক্রিয় থেকে দাঙ্গা ছড়াতে দেয়নি। ৩৬ ঘণ্টার মধ্যে দাঙ্গা নিয়ন্ত্রণ করেছে দিল্লি পুলিশ, দাবি করেন তিনি।
সেই সঙ্গে বলেন, এই হিংসা ছড়ানোর ঘটনায় যারা যুক্ত, তারা কেউ পার পাবে না। দাঙ্গার সময় তিনি কোথায় ছিলেন, প্রশ্ন তুলেছিলেন অধীর চৌধুরি।
তাঁর জবাবে অমিত শাহ বলেন, দাঙ্গা পীড়িত অঞ্চলে তাঁর যাওয়া নিয়ে নিরাপত্তার কারণে আপত্তি জানিয়েছে পুলিশ।
কিন্তু দাঙ্গা পীড়িত এলাকা পরিদর্শনের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তিনি অনুরোধ জানিয়েছিলেন।
আরও পড়ুন : সাত সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভে অচল লোকসভা
তাঁর দাবি, দিল্লির ১২টি অঞ্চলে ২৪ ফেব্রুয়ারি রাত দুটো নাগাদ দাঙ্গার খবর আসে। ২৫ ফেব্রুয়ারি রাত ১১টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এরপর আর কোনও ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এরপর অমিত শাহ প্রশাসনিক তৎপরতার নানা বিষয় উল্লেখ করতে শুরু করেন। কিন্তু অমিত শাহের বক্তব্যের মধ্যেই লোকসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা।