অমিত শাহের #VertualRally, পাল্টা হিসাবে নীরবে প্রস্ততি চালাচ্ছে তৃণমূল
দ্য কোয়ারি ওয়েব ডেস্ক: বিজেপির লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে আজ রাজ্যে #VertualRally করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। এই #VertualRally তে প্রায় ১ কোটি মনুষ যােগ দিতে পারেন। রাজ্যের ৭৭ হাজার বুথেই এই #VertualRally লাইভ দেখানাের ব্যবস্থা করেছে বিজেপি কর্তৃপক্ষ।
এই অবস্থায় এই #VertualRally মােকাবিলায় পাল্টা নামছে তৃণমূল। যদিও এদিন তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি ক্ষমতায় আসার জন্য কোটি কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু তৃণমূলের এত অর্থ নেই। তবে আমাদের সেই শক্তি কোথায়।
তবে দলীয় সূত্রে খবর বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় রাজ্যের শাসক দল। এক্ষেত্রে স্বল্প অর্থ ক্ষমতায় হলেও একইভাবে বিজেপিকে কাউন্টার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলছে, সরাসরি ঢাক ঢােল পিটিয়ে পাল্টা না হলেও, বিজেপিকে মােকাবিলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ।
আপাতত বুথ থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্যস্তরে ছােট ছােট ভার্চুয়াল বৈঠক হচ্ছে। এ মাসের শেষের দিকে এই কর্মসূচি শেষে মােগা র্যালির ভাবনা রয়েছে তৃণমূলের।
প্রতিবছর ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। কিন্তু করােনা ভাইরাসের আবহে তা আদেও করা যাবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। তাই সেক্ষেত্রে #VertualRally এর সাহায্য নেওয়া হতে পারে।
যদিও আনুষ্ঠানিকভাবে এসব কথা ঘােষণা হতে পারে মাসের শেষে।
দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা রাজ্যের পুর ও নগরােননয় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , বিজেপি নেতৃত্ব সবকিছুতেই প্রচার ভালােবাসে। অন্যদিকে তৃণমূল সেখানে মানুষের পাশে থাকে। আর ভার্চুয়াল প্লাটফর্ম নিয়ে কাজ ইতিমধ্যেই দলের মধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা।
সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সঙ্গে ভার্চুয়াল সভা করতে করেছেন।
বিভিন্ন জেলার পর্যবেক্ষকের দায়িত্বের যাঁরা আছেন তারাও ভার্চুয়াল বৈঠক করেছেন। তবে এটা দলের বিষয় । বাইরে প্রচারের জন্য নয়। তাই মানুষ জানতে পারেনি ।
তবে বিজেপি প্রচার ভালােবাসে তাই সবেই ঢাক পেটাচ্ছেন।