সূচী বদল, বুধবার কলকাতায় আসছেন অমিত শাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন। ১৯ এর নির্বাচন থেকে শিক্ষা হয়েছে। তাই আর দেরি করতে চাইছে না গেরুয়া শিবির। বুধবার রাতেই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বাঁকুড়ায় দলীয় কর্মসুচী করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।

পুজোর আগেই উত্তরবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর নভেম্বরে আসার কথা ছিল তাঁর। কিন্তু দলীয় সূচী পরিবর্তন করে এবার দক্ষিণবঙ্গের নির্বাচনী ফর্মুলা সাজাতে খোদ হাজির হচ্ছেন অমিত শাহ।

প্রাথমিক সুচী অনুযায়ী ৫ নভেম্বর আসার কথা ছিল অমিত শাহের। অন্ডাল বিমানবন্দরে নেমে সেখান থেকে বাঁকুড়া গিয়ে বৈঠকের কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু সবকিছু বদলে বুধবার রাতেই কলকাতায় আসছেন তিনি। বিজেপি সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরে নেমে রাজারহাটের হোটেলে থাকবেন তিনি। সেখানেই দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন এবং কৈলাস বিজয়বর্গীয় সহ দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারবেন তিনি।

দলীয় সুচী অনুযায়ী বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলী, বাঁকুড়া, পুরুলিয়ার দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শুক্রবার ইজেডসিসিতে দুই ২৪ পরগণা, হাওড়া এবং কলকাতার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারবেন অমিত শাহ।

তবে কলকাতায় এসে বেশ কিছু বিশেষ ব্যাক্তিদের সঙ্গে দেখা করতে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, পুজোর আগেই উত্তরবঙ্গ সফরে এসেছিলেন জেপি নাড্ডা। সেবার বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠকের সময় সমাজের বেশ কিছু কৃতি ব্যক্তিত্বদের দলে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সর্বভারতীয় সভাপতির সেই নির্দেশ মেনেই যোগাযোগ রাখছে দলীয় নেতৃত্ব।

সম্পর্কিত পোস্ট