আজ নিউ টাউনে নবীনবাবুর বাড়িতে অমিত শাহের মধ্যাহ্নভোজ, সাজো সাজো রব এলাকাজুড়ে
দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার সকালে নিউটাউনের ওয়েস্টিন হোটেল ছেড়ে অমিত শাহ গেলেন বাঁকুড়ায়। তখনও নিউটাউনের এই আভিজাত হোটেলটি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের দখলেই। হোটেলের চারপাশে কাউকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেও রয়েছে মানা।
কারণ, বাঁকুড়ায় দলীয় কর্মসূচী শেষ করে রাতের মধ্যেই আবার কলকাতায় উড়ে এসে নিউ টাউনের এই হোটেলে রাত কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, দু’দিনের রাজ্য সফরে এসে কেন্দ্রীয় মন্ত্রীর রাত যাপনের ঠিকানা নিউটনের এই অভিজাত হোটেলটি।
শুক্রবার দুপুরে নিউ টাউন জগৎপুরের বাসিন্দা মতুয়া সম্প্রদায় নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যহ্নভোজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবীনবাবুর বাড়ি সংলগ্ন নিউ আদর্শপল্লীতে অবস্থিত মতুয়া শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির। এই মন্দিরেই পূজা দেওয়ারও কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
এদিকে, নিউ টাউনের শাহের থাকার হোটেল থেকে জগৎপুর শিমুলতলা আদর্শপল্লীর নবীন বিশ্বাসের বাড়ির দূরত্ব মেরেকেটে পাঁচ কিলোমিটার। ঠিক হয়েছে, নিউটাউন যাত্রাগাছি মোড় থেকে কেষ্টপুর বাগজোলা খালপাড়ের রাস্তা ধরে জগৎপুরে আদর্শপল্লীতে যাবে শাহের কনভয়।
গোটা যাত্রাপথে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন সিআইএসএফ জওয়ান সহ কেন্দ্রীয় একাধিক নিরাপত্তা সংস্থা। সঙ্গে রয়েছেন বিধাননগর পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিকেরাও। রাজ্য বিজেপির তরফে ছিলেন সব্যসাচী দত্ত।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/sovan-and-baishakhi-going-top-meet-amit-shah/
নিরাপত্তার বিষয় যেমন খতিয়ে দেখছে প্রশাসন। তেমনিই প্রাক্তন সর্বভারতীয় সভাপতির যাত্রা পথটুকুতে দলীয় পতাকা, শাহের প্লাকার্ড, তোরণে মুড়ে ফেলা হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে।
মধ্যবয়সী আসবাব ব্যবসায়ী নবীন বিশ্বাস। জগৎপুর আদর্শপল্লীতে একটি তিনতলা বাড়িতে থাকেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তাই প্রশাসনের উদ্যোগে বিশ্বাস পরিবারের প্রত্যেক সদস্যকে কোভিড টেস্ট করা হয়। সকলের সেই রিপোর্ট নেগেটিভ।
বিধাননগর কমিশনারেট পুলিশ সূত্রে খবর, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছুক্ষণ সময় কাটাবেন মতুয়া ভক্ত নবীনবাবুর বাড়িতে। তাই গোটা বাড়িটিকে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর নিরাপত্তার বেড়াজালে ঘিরে রাখা হবে।
শুধু তাই নয়। এই বাড়ি সংলগ্ন বেশ কয়েকটি বাড়ির ছাদে থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর কর্মীরা। একই ব্যবস্থায় মুড়ে রাখা হবে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরটিও।
শুক্রবার দুপুরে নবীন বিশ্বাসের বাড়িতে গুজরাটিবাবু অমিত শাহের খাওয়ার তালিকায় থাকছে একেবারেই বাঙালিয়ানা এবং নিরামিষ। কেন্দ্রীয় মন্ত্রীকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর জন্য বিপুল উৎসাহী নবীন ও তাঁর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাস।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/17-bjp-councilor-join-gorkha-janamukti-morcha/
স্বরাষ্ট্রমন্ত্রী লাঞ্চে থাকছে শুক্তো, ছোলার ডাল, মুগের ডাল, বেগুন ভাজা, পনিরের তরকারি শেষে জলপাইয়ের চাটনি। পোড়া মাটির থালায় দেওয়া হবে আটার রুটি এবং বাসমতি চালের ভাত। শেষপাতে থাকবে বাঙালির অন্যতম রসদ নলেন গুড়ের পায়েস।
এদিকে লাঞ্চ শেষে অমিত শাহের মন্দিরে প্রবেশের পথে মতুয়া মহিলারা লাল পাড়ের সাদা শাড়ি পড়ে স্বাগত জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বাজবে মতুয়া ডাঙ্গাবদনা ও উড়বে মতুয়া পতাকা লাল ত্রিকোণ কাপড়।