অমিত শাহের সফর ঘিরে তোড়জোড় শুরু গেরুয়া শিবিরের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই আসবেন রাজ্য সফরে। প্রথমে ঠিক ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসবেন। তবে বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দিলেন জেপি নাড্ডা নয়, রাজ্যে আসছেন অমিত শাহ। ফলে বাতিল হল বিজেপির সর্বভারতীয় সভাপতির সফর।
আর অমিতের সফর ঘিরে সাজ সাজ রব বঙ্গ বিজেপিতে। আগামী ৫ ও ৬ নভেম্বর দুদিন রাজ্যে থাকবেন অমিত শাহ। তাঁর সফরসূচি পূর্ণাঙ্গ করতে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
দিলীপ ঘোষ জানিয়েছেন, মূলত দক্ষিণবঙ্গেই সীমাবদ্ধ থাকবে অমিত শাহর সফর। ৫ নভেম্বর মেদিনীপুরে জঙ্গলমহল ও রাঢ়বঙ্গের জেলাগুলির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৬ নভেম্বর বৈঠক করবেন কলকাতা ও লাগোয়া জেলাগুলির নেতাদের নিয়ে।
উল্লেখ্য, পুজোর আগেই একদিনের সফরে উত্তরবঙ্গে এসেছিলেন জেপি নাড্ডা। সেখানকার নেতা-নেত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে গিয়েছেন তিনি। এবার অমিত শাহর পালা। রাজ্যে বিধানসভা ভোটের বেশি দেরি নেই।
এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সংগঠন কতটা পোক্ত করতে পেরেছে, বুথ কমিটির কী হাল, তা জানতে তিনি রাজ্যে আসছেন অমিত শাহ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/rail-state-meeting-in-navanne-on-monday-afternoon/
বিজেপির সর্বভারতীয় সভাপতি এভাবে সফরসূচি বদল নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এই মুহূর্তে রাজ্য বিজেপিতে মুকুল শিবির এবং দিলীপ ঘোষ শিবিরের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রবল।
শোনা যাচ্ছে, এই দুই শিবিরের মধ্যে মধ্যস্থতা করতেই দক্ষিণবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। এখন দেখার অমিত শাহের সফর শেষে গেরুয়া শিবিরের অন্দরের কোন্দল আদেও মেটে কিনা!