করোনার মাঝেই নতুন চ্যালেঞ্জ আম্ফান, সোমবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আপাতত রাজ্যে ক্রমশ উত্তাপের পারদ চড়ছে। জ্যৈষ্ঠের প্রথম দিনে শুক্রবার রীতিমত জ্বলছে শহর থেকে গ্রাম। সূর্যের চোখরাঙানিতে লকডাউনে গৃহবন্দি মানুষের প্রাণও ওষ্ঠাগত।

একদিকে করোনা মোকাবিলায় রাজ্য তথা গোটা বিশ্ব জুড়ে চলছে লড়াই, এরই মাঝে দুর্যোগের জোড়া ফলা নিয়ে ফের নয়া চ্যালেঞ্জের মুখোমুখি পশ্চিমবঙ্গ।

ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টেমেন্টের তরফে ইতিমধ্যেই রাজ্যে আম্ফান সাইক্লোনের সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবারই। শনিবার সন্ধ্যার মধ্যেই এই গভীর নিম্নচাপ ঘুর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের চরিত্র অনুযায়ী থাইল্যান্ড এবার এই সাইক্লোনের নামকরণ করেছে আম্ফান।

ফের রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী, সৌজন্যে কিষাণ ক্রেডিট কার্ড

আবহাওয়া দফতর আম্ফানের গতিপ্রকৃতি সম্পর্কে যা জানানো হয়েছেঃ

  • শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে আম্ফানের গতিবেগ হবে ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত।
  • রবিবার আম্ফানের গতি বেগ বেড়ে হবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
  • রবিবার পর্যন্ত আম্ফান উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
  • সোমবার এটি মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি থাকবে।
  • একইসঙ্গে সোমবার মধ্য বঙ্গোপসাগরে ৯০ কিলোমিটার এবং অন্ধ্র ও ওড়িশা উপকূলে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে।
  • মঙ্গলবার পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের কাছাকাছি উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।
  • এর গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার হবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার ঘূর্ণিঝড় আম্ফান স্থলভাগে অবস্থান করতে পারে। তবে এখনই সে বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।

আম্ফানের প্রভাব রাজ্যেঃ

  • সোমবার থেকেই বঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে।
  • সতর্ক করা হচ্ছে মৎসজীবীদের। কারণ ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হতে পারে।
  • যারা গভীর সমুদ্রে আছেন সেই সব মৎস্যজীবিদের ১৭ মে’র মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
  • ১৯ মে মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
  • গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে বুধবার।

সম্পর্কিত পোস্ট