দার্জিলিং নয়াগাঁও মার্গারেট চা বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক চিতাবাঘ
কুশল দাশগুপ্ত,দার্জিলিংঃ চা বাগানে চিতাবাঘের উপদ্রব নিত্যনৈমিত্তিক ঘটনা। চা বাগানের কাঁটাতারে আটকে পড়া চিতাবাঘ উদ্ধার করল বনদপ্তর।
জানা গিয়েছে, রবিবার দার্জিলিংয়ের নয়াগাঁও এলাকার মার্গারেট চা বাগানে কাঁটাতারে আটকে যায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বিষয়টি নজরে আসতেই চা বাগান কর্তৃপক্ষ বনদপ্তরে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেঞ্চাল বনবিভাগের কর্মীরা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-electronic-train-from-njp-to-new-cochbihar-will-be-launched-soon/
সুকনা থেকে ট্রাঙ্কুলাইজ টিমও পাঠানো হয় চিতাবাঘটি। ঘুমপাড়ানি ওষুধ দিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করেন বনকর্মীরা। চিতাবাঘটিকে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।
প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।