কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভাইরাস সংক্রমন হয়ে এবার মৃত্যু হল কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের। নাম উদয়শঙ্কর ব্যানার্জী। তিনি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনে কর্মরত ছিলেন।

বেশ কয়েকদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে শুক্রবার ভোরবেলা সিনিয়ার এই অফিসারের মৃত্যু হয়। অকাল এই মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার পরিজনরা।

কলকাতা পুলিশের পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, “প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।”

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে তিনি অসুস্থ ছিলেন। তাঁকে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই অবস্থায় তার কোভিড-১৯ টেস্ট করা হয়। তাতেই তার সংক্রমন ধরা পড়ে। তবে চিকিৎসকদের সচেষ্ট থাকার পরেও শেষ রক্ষা হয়নি। কারন উদয়বাবুর ফুসফুসে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। শরীরে কমেছিল অক্সিজেনের মাত্রাও।

উল্লেখ্য, করোনা যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ। আর সেই কাজ করতে গিয়ে রাজ্যের কয়েক হাজার পুলিশ কর্মী সংক্রমিত হয়েছেন। এর মধ্যে কলকাতা পুলিশে এখনও পর্যন্ত ৯ জন কর্মীর মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশে মৃতের সংখ্যা ১৮।

কলকাতা পুলিশে গত ৬ জুন মৃত্যু হয় কনস্টেবল সেবাস্তিয়ান খার। কনস্টেবল দিলীপ সর্দারের মৃত্যু হয় ১৩ জুন। ১২ জুলাই মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ার সুব্রত দাসের। হেস্টিংস থানার কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন মারা যান ২৪ জুলাই।

ওই দিনই মৃত্যু হয় কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইনচার্জ অভিজ্ঞান মুখার্জির। ২৯ জুলাই মৃত্যু হয়, কনস্টেবল দেবেন্দ্র নাথ তিরকের।

অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তপন চন্দ্র কুমারের মৃত্যু হয় ৩১ জুলাই। ২ আগস্ট মৃত্যু হয়, জোড়াবাগান ট্রাফিক গার্ডের কনস্টেবল দীপঙ্কর সরকারের।

সম্পর্কিত পোস্ট