দেশে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যোগীরাজ্যে সাংবাদিক খুনে সরব মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একুশের মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন, দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে।এই অভিযোগের পর ২৪ ঘণ্টাও গেল না। তাঁর অভিযোগ কতটা সত্যি তাঁর প্রমাণ সামনে চলে এল।

বিজেপি শাসিত উত্তর প্রদেশে সাংবাদিক বিক্রম যোশীর মৃত্যুর ঘটনা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সোশ্যাল মিডিয়ায় সাংবাদিককে গুলি করে হত্যা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে আরও একবার কাঠগড়ায় তুলে অভিযোগ করেছেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। যোগীরাজ্যে এই নৃসংশ খুনের ঘটনার নিন্দায় সরব হয়েছেন তিনি।

বৃহস্পতিবার ফের দলীয় নেতৃত্বের সঙ্গে বসছেন মমতা

একুশের ভার্চুয়াল সভাতেই যোগীরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ৈছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেছিলেন, প্রায় প্রত্যেকদিন রিপোর্ট পাঠিয়ে কেন্দ্র অভিযোগ করছে যে বাংলায় আইনশৃঙ্খলা নেই। বাংলায় আইনশৃঙ্খলা না থাকলে কোথায় আছে? উত্তর প্রদেশে কী চলছে, জঙ্গলরাজ বললেও কম হবে। আগে আয়নায় নিজেদের মুখ দেখুন।

এদিন এরসঙ্গে সঙ্গতি রেখে মুখ্যমন্ত্রীর ট্যুইট, সাহসী সাংবাদিক বিক্রম যোশীর মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই।

ভাইঝিকে উত্যক্ত করার প্রতিবাদ জানিয়ে এফআইআর করেছিলেন ওই সাংবাদিক। সেই কারণেই তাঁকে গুলি করে মারা হয়। দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যমেরও কণ্ঠরোধের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট